কান্নুর: কেরলে (Kerala) একজন সিপিএম (CPIM) কর্মীকে কুপিয়ে খুন (hacked to death) করার অভিযোগ উঠল বিজেপি (BJP) আরএসএসের মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে। আরও একাধিক সিপিএম (আই) কর্মী এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন বলেও জানা গেছে। ঘটনাটি ঘটেছে কান্নুরের মাট্টান্নুর থানার মাট্টান্নুর ইদাইভেলিগালয় (Mattannur Idaiveligal)। মৃত ওই তিন সিপিএম (আই) কর্মীর নাম হল লাথিয়েস (৩৬) সৌনভ (৩৫), রিজিল (৩০)। খবর পেয়ে কান্নুর একেজি হাসপাতালে গিয়ে জখম সিপিএম (আই) কর্মীদের সঙ্গে দেখা করেন কেরল সিপিএম (আই)-এর রাজ্য কমিটির সদস্য এন চন্দ্রারন ও কান্নুর জেলা কমিটির কার্যকারী সম্পাদক টিভি রাজেশ।
এপ্রসঙ্গে স্থানীয় পুলিশ ইন্সপেক্টর অভিলাশ এমসি জানান, সুজি, জ্যোতিষ, রঞ্জিত, সচিন, সেয়ুজ ও রাজেশ নামে ৬ জন মূল অভিযুক্তের নামে একটি এফআইআর দায়ের হয়েছে। তার ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।
সোমবার পুলিশ সূত্রে জানানো হয়, সিপিএম (আই) কর্মী সৌনভ, রিজিল ও লাথিয়েস রবিবার রাতে মাট্টান্নুরের আয়াল্লুর এলাকার একটি স্থানীয় বাসস্ট্যান্ডে বসেছিলেন। সেই সময় আচমকা ১০ জনের একটি দল এসে তাঁদের উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে। এর ফলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই তিনজন সিপিএম (আই) কর্মী। তাঁদের বাঁচাতে গিয়ে জখম হন ঘটনাস্থলে থাকা অন্যান্য় একাধিক সিপিএম (আই) কর্মীরাও। পরে সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সৌনভ, রিজিল ও লাথিয়েসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইতিমধ্যেই এই ঘটনায় কেরলের শাসকদল সিপিএম (আই)-এর তরফে স্থানীয় বিজেপি ও আরএসএস কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করা হয়েছে। যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত এই অভিযোগকে মান্যতা দেওয়া হয়নি। মাট্টানুর পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় একটি মামলা দায়ের করে কয়েকজনকে গ্রেফতার করার কথা জানানো হয়েছে।
স্থানীয় থানার একজন পুলিশ আধিকারিক বলেন, প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে যে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই খুনের ঘটনা ঘটেছে। জখম হওয়া ব্যক্তিরা অভিযোগ করেছেন যে বিজেপি ও আরএসএস কর্মীরাই এই হামলা চালিয়েছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলা দায়ের করেছে পুলিশ। তদন্ত চলছে।
আরও পড়ুন: Sonam Wangchuk: ২০ দিন পার, কেন অনশনে সোনম ওয়াংচুক? কী বলছেন তিনি