কলকাতা: কেরলে ঢুকলেও রাজ‍্যে এখনও পা রাখেনি মৌসুমী বায়ু। তার আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি।


বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। কলকাতায় আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি হয়নি। বৃষ্টির পাশাপাশি ছিল ঝোড়ো হাওয়ার দাপট। ঝড় ও বৃষ্টির দাপটে তাপমাত্রা এক ধাক্কায় কিছুটা কমলেও স্বস্তির পাশাপাশি, রয়েছে অস্বস্তিও।


এদিন বাজ পড়ে ৩ জেলায় ৬ জনের মৃত্যু হয়। মালদার হরিশ্চন্দ্রপুরে বাজ পড়ে মারা যান ৩ জন। আহত হন ৪ জন। সকলেই মাঠে কাজ করছিলেন। পশ্চিম মেদিনীপুরের কেশপুর ও মেদিনীপুর সদরে বাজ পড়ে প্রাণ হারান আরও ২ জন।


মুর্শিদাবাদের ডোমকলে মাঠে কাজ করার সময় বাজে মৃত্যু হয় ২৭ বছরের যুবকের। জেলার হরিহরপাড়ায় উঠোনে খেলা করার সময় দুই ভাইবোনের ওপর বাজ পড়ে। মারা যায় ৬ বছরের বোন। আহত ভাই।


এছাড়াও বাজ পড়ে কেশপুরে মারা গিয়েছে ৩টি গবাদি পশু। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।