ঔরঙ্গাবাদ: ‘মানসিক অসুস্থ’ যুবক ঝাঁপ মারল বাঘের এনক্লোজারে। মঙ্গলবার সকালে ৩০ বছরের ছেলেটিকে অবশ্য অনভিপ্রেত কিছু ঘটার আগেই ছুটে এসে উদ্ধার করেন রক্ষীরা। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের চিড়িয়াখানার ঘটনা।
চিড়িয়াখানার জনৈক অফিসার জানিয়েছেন, সিদ্ধার্থ জু-এর এক প্রান্তের কম্পাউন্ডের পাঁচিল টপকে বাঘের থাকার জায়গায় লাফিয়ে পড়ে। বাঘের এনক্লোজারের মূল এলাকায় চলে যায়। তাকে ভাঙা কাচের টুকরো বসানো পাঁচিল টপকে নেমে এনক্লোজারের দিকে যেতে কেউ দেখেনি। তিনি বলেন, মঙ্গলবার সকালে আমরা তাকে এনক্লোজারের সার্ভিস এরিয়ায় দেখতে পাই। চিড়িয়াখানার নিরাপত্তারক্ষীরা তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। অনেকদিন হয়ে যাওয়ায় পাঁচিলের ভাঙা কাচের টুকরোর ধার ক্ষয়ে গিয়েছে, শীঘ্রই দেওয়ালের এই অংশে কাটাতারের বেড়া বসানো হবে বলে জানান তিনি।
ক্রান্তি চক থানার জনৈক কর্তা জানান, লোকটি সম্ভবত মানসিকভাবে সুস্থ নয়। তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
ঔরঙ্গাবাদে চিড়িয়াখানার পাঁচিল টপকে লাফিয়ে বাঘের এনক্লোজারে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jun 2020 08:04 PM (IST)
চিড়িয়াখানার জনৈক অফিসার জানিয়েছেন, সিদ্ধার্থ জু-এর এক প্রান্তের কম্পাউন্ডের পাঁচিল টপকে বাঘের থাকার জায়গায় লাফিয়ে পড়ে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -