নয়াদিল্লি: ৩০০ জনের ও বেশি ভারতীয় যাদের মধ্যে এক মহিলাও ছিলেন, সবাইকেই তাড়িয়ে দিল মেক্সিকো। এঁরা প্রত্যেকেই মেক্সিকো হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন বলে ঠিক করেছিলেন। তবে শুক্রবার তাঁদের দেশে ফেরাল মেক্সিকো। আজ নয়াদিল্লিতে ফিরে এসেছেন ওই ৩০০ জন ভারতীয়ই।


বিতাড়িতদের মধ্যে থাকা এক ভারতীয় যশনপ্রীত সিংহ জানিয়েছেন, “আমরা ভোর ৫ টায় বিমানবন্দরে নেমেছি। সমস্ত সরকারি নিয়মকানুন শেষ হতে হতে ১টা বেজে যায়। তারপরই বিমানবন্দর থেকে বেরিয়েছি।”


একটি বিবৃতি দিয়ে মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট বুধবারই জানিয়ে দেয়, ভারতীয় নাগরিক যাদের মেক্সিকোতে নিয়মিত থাকার অনুমতি নেই, তাঁদের টুলুকা সিটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এঁরা বোয়িং ৭৪৭ বিমানে তাঁরা নয়াদিল্লিতে ফিরবেন।


মেক্সিকো এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরই। জুনে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মেক্সিকো যদি তাদের সীমান্ত দিয়ে আমেরিকায় ঢুকতে চাওয়া লোকজনকে না আটকায়, তাহলে সেদেশ থেকে আমদানিকৃত সব পণ্যে শুল্ক চাপানো হবে।  এরপরই নিরাপত্তা আরও জোরদার করে মেক্সিকো এবং দেশ থেকে অভিবাসনকারীদের বিতাড়নে উদ্যোগী হয় তারা।