করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দেশজুড়ে লকডাউন। শিক্ষা প্রতিষ্ঠানে তালা। এই অবস্থায় গৃহবন্দি পড়ুয়াদের সুরাহা দিতে টেলিভিশনের মাধ্যমে সরাসরি ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। যা সরাসরি দেখানো হচ্ছে একমাত্র এবিপি আনন্দে।
ক্লাসরুম নিয়ে গোটা রাজ্যের পড়ুয়াদের সাড়া পাওয়ার পর গত সোমবার থেকে বাংলার শিক্ষা ক্লাসরুমের সংখ্যা বাড়ানো হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা এবং দুপুর ৩টে থেকে ৪টে দু’টি ক্লাস হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় আলোচনা হয় নবম শ্রেণির ভৌতবিজ্ঞান, দ্বাদশের পদার্থবিদ্যা নিয়ে। দুপুর ৩টেয় দশমের জীবনবিজ্ঞান, দ্বাদশের নিউট্রেশন নিয়ে আলোচনা হয়।