নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদের বিষদাঁত ভেঙে দিতে বিরাট ভূমিকা নিয়েছেন তিনি। তিনি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্য়ান্ট নরেশ কুমার। শনিবার দেশের ৭৪-তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সপ্তমবারের জন্য সাহসিকতার জন্য় পুলিশের মেডেল তাঁকে দেওয়ার কথা ঘোষণা করা হল। তাঁর নেতৃত্বে ৫০ এর বেশি সন্ত্রাসবাদীকে খতম করেছে পুলিশের টিম। চলতি বছরে প্রজাতন্ত্র দিবসে ৬ নম্বর সাহসিকতার খেতাব পান ৩৫ বছর বয়সি এই বীর অফিসার। প্রথম সাহসিকতার মেডেল পান ২০১৭ সালে। ২০১৮ সাল পান আরও দুটি পুরস্কার, ২০১৯-এও দুবার খেতাব পান। সব মিলিয়ে একাধিক সাফল্যের মুকুট উঠল তাঁর মাথায়।





সিআরপিএফ বলেছে, সাহসী অফিসার নরেশ কুমার ৪ বছরে সাতবার এই পদক পেয়ে ইতিহাস তৈরি করলেন। গভীর কৌশলগত বুদ্ধির অধিকারী, অদম্য় সাহসী তিনি। উপত্য়কায় সিআরপিএফের কিউএটি টিমকে তিনি নেতৃত্ব দিয়েছেন, যাদের ধারাবাহিক সাফল্য়ের নজির আছে। শুধু চলতি বছরেই এই টিম ১৫টি সাহসিকতার মেডেল পেয়েছে। ৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সরকারি ঘোষণামতোই ৪ জন সাহসীকে মরনোত্তর খেতাব দিয়ে সম্মান জানানো হয়েছে তাঁদের বীরত্ব, অবিচল মনোভাব ও মাতৃভূমির প্রতি সেবার মানসিকতার জন্য।