কারা হামলা করে জেএনইউতে? ইউনিটি এগেনস্ট লেফট হোয়াটসঅ্যাপ গ্রুপের ৩৭ জন চিহ্নিত, ১০ জন বহিরাগত
ABP Ananda, Web Desk | 11 Jan 2020 01:20 PM (IST)
জেএনইউ পড়ুয়ারাই নাকি এই বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকার ব্যবস্থা করেন। এ ব্যাপারে সন্দেহের বাইরে নেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরাও।
নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ইউনিটি এগেনস্ট লেফট নামে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছে, তার ৬০ সদস্যের মধ্যে ৩৭ জনকে চিহ্নিত করল পুলিশ। এঁদের নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে খবর। গ্রুপের অ্যাডমিন যোগেন্দ্র ভরদ্বাজ নামে এক ছাত্র। দিল্লি পুলিশ গতকালই দাবি করেছে, যোগেন্দ্র জেএনইউয়ের ছাত্র, তিনি এবিভিপির সঙ্গে যুক্ত। আরও জানা যাচ্ছে, যে ৩৭ জনকে চিহ্নিত করা হয়েছে, তাঁদের মধ্যে ১০ জন অন্তত বাইরের লোক। এঁরাই বিশ্ববিদ্যালয়ে হামলা করেন বলে অভিযোগ। তদন্তে জানা গিয়েছে, বাম ও দক্ষিণপন্থী উভয়পক্ষই হিংসা ছড়াতে বহিরাগতদের সাহায্য নেয়। জেএনইউ পড়ুয়ারাই নাকি এই বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকার ব্যবস্থা করেন। এ ব্যাপারে সন্দেহের বাইরে নেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরাও। শোনা যাচ্ছে, ঐশী ঘোষ সহ যে ৯ জনকে ভাইরাল ভিডিওর মাধ্যমে ‘সনাক্ত’ করা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে ইলেকট্রনিক, ডিজিটাল ও ফরেনসিক প্রমাণ জোটানো হচ্ছে। এরপর শিগগিরই এঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।