ট্রেন্ডিং

পাক প্রেসিডেন্টের মেয়ের কনভয়ে হামলা! জনতার হাতে আক্রান্ত আসিফা ভুট্টো জারদারি

ইউনূসের পদত্যাগ-জল্পনার মাঝেই কী বার্তা বাংলাদেশের উপদেষ্টা পরিষদের ?

'আদালতের নির্দেশ কীভাবে মানা হবে কোনও গাইডলাইন নেই', SSC-কাণ্ডে আক্রমণে সুকান্ত

নীতি আয়োগের বৈঠকে গেলেন না মুখ্যমন্ত্রী

অবস্থানে অনড় চাকরিহারা শিক্ষকরা। এসএসসি-কাণ্ডে মুখ্যমন্ত্রীকে আক্রমণে সুকান্ত
ধৃত তৃণমূল কাউন্সিলরের পাশে দল ? টিটাগড় বিস্ফোরণকাণ্ডে দাবি ধৃত শাসক নেতার
কারা হামলা করে জেএনইউতে? ইউনিটি এগেনস্ট লেফট হোয়াটসঅ্যাপ গ্রুপের ৩৭ জন চিহ্নিত, ১০ জন বহিরাগত
জেএনইউ পড়ুয়ারাই নাকি এই বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকার ব্যবস্থা করেন। এ ব্যাপারে সন্দেহের বাইরে নেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরাও।
Continues below advertisement

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ইউনিটি এগেনস্ট লেফট নামে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছে, তার ৬০ সদস্যের মধ্যে ৩৭ জনকে চিহ্নিত করল পুলিশ। এঁদের নোটিস পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে খবর। গ্রুপের অ্যাডমিন যোগেন্দ্র ভরদ্বাজ নামে এক ছাত্র। দিল্লি পুলিশ গতকালই দাবি করেছে, যোগেন্দ্র জেএনইউয়ের ছাত্র, তিনি এবিভিপির সঙ্গে যুক্ত।
আরও জানা যাচ্ছে, যে ৩৭ জনকে চিহ্নিত করা হয়েছে, তাঁদের মধ্যে ১০ জন অন্তত বাইরের লোক। এঁরাই বিশ্ববিদ্যালয়ে হামলা করেন বলে অভিযোগ। তদন্তে জানা গিয়েছে, বাম ও দক্ষিণপন্থী উভয়পক্ষই হিংসা ছড়াতে বহিরাগতদের সাহায্য নেয়।
জেএনইউ পড়ুয়ারাই নাকি এই বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকার ব্যবস্থা করেন। এ ব্যাপারে সন্দেহের বাইরে নেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরাও। শোনা যাচ্ছে, ঐশী ঘোষ সহ যে ৯ জনকে ভাইরাল ভিডিওর মাধ্যমে ‘সনাক্ত’ করা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে ইলেকট্রনিক, ডিজিটাল ও ফরেনসিক প্রমাণ জোটানো হচ্ছে। এরপর শিগগিরই এঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে