কলকাতা: ফিরেছিলেন স্কটল্যান্ড থেকে। হাবড়ার এক তরুণীর শরীরে এবার মিলল করোনাভাইরাসের জীবাণু। তিনিও বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি। এ নিয়ে রাজ্যে তৃতীয় ব্যক্তির শরীরে করোনার জীবাণু মিলল। গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ ওই তরুণীর রিপোর্ট হাতে আসে, জানা যায়, তিনি করোনা পজিটিভ। আগে তিনি ছিলেন জেনারেল আইসোলেশন বিভাগে, রিপোর্ট এসে পৌঁছলে পাঠানো হয় স্পেশাল আইসোলেশন বিভাগে। তাঁর পরিবারকে আজ আপাতত হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। উত্তর ২৪ পরগনার স্বাস্থ্য বিভাগও আজ তাদের সঙ্গে যোগাযোগ করবে। পরিবার বিশেষ তথ্য দিচ্ছে না, ফলে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর বারবার বলছে, আমেরিকা, ব্রিটেন, চিন, মধ্য প্রাচ্যের মত দেশ থেকে এসে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে, শ্বাসকষ্ট, সর্দি, কাশি, জ্বরভাব বা জ্বর- এই চারটি উপসর্গের কোনও একটি দেখা দিলেই হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, সেই নির্দেশ বারবার উপেক্ষা করা হচ্ছে। ফলে জানানো হয়েছে, এবার জোর করে করানো হবে কোয়ারান্টাইন, কাল এভাবে দুজনকে কোয়ারান্টাইন করানোও হয়েছে। যেভাবে বিদেশ থেকে ফেরা অনেকেই সতর্কতা না মেনে সর্বত্র ঘোরাঘুরি করছেন তাতে বিপদের আশঙ্কা বেড়ে যাচ্ছে বহু গুণ। এর আগে এ সপ্তাহেই কলকাতার ২ জনের শরীরে মেলে করোনার জীবাণু। দুজনেই ফিরেছিলেন লন্ডন থেকে। তারপর সতর্কতা না মেনে যথেচ্ছ ঘোরাঘুরি করেন তাঁরা।