কলকাতা: মার্কিন মুলুকে শুরু হল করোনাভাইরাসের টিকার সব থেকে বড় তৃতীয় দফার পরীক্ষা। প্রায় ৬০ হাজার মানুষের উপর এই পরীক্ষা শুরু হয়েছে। এটির দায়িত্বে রয়েছে জনসন অ্যান্ড জনসন সংস্থা।


আমেরিকা ছাড়াও ৭টি দেশে একযোগে চলছে পরীক্ষা। দেশগুলি হল দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কম্বোডিয়া, মেক্সিকো এবং পেরু। আমেরিকার চতুর্থ সংস্থা হিসেবে জনসন অ্যান্ড জনসন করোনা টিকার এই তৃতীয় দফার পরীক্ষা শুরু করল।