পরপর বিস্ফোরণ, সুরাতের ওএনজিসি প্ল্যান্টে ভয়াবহ আগুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Sep 2020 07:11 AM (IST)
বহু কিলোমিটার দূর থেকেও ওই প্ল্যান্ট থেকে ওঠা কুণ্ডলী পাকানো কালো ধোঁয়া দেখা যাচ্ছে।
সুরাত: গুজরাতের সুরাতে ওএনজিসি প্ল্যান্টে ভয়াবহ আগুন লেগেছে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। আজ কাকভোরে ওই ওএনজিসি প্ল্যান্টে আগুন লাগে। তবে এখনও পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর নেই। আধিকারিকরা জানিয়েছে, ওই প্ল্যান্টে পরপর বিস্ফোরণ হয়, ফলে আগুন মুহূর্তের মধ্যে বিশাল চেহারা নেয়। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। বহু কিলোমিটার দূর থেকেও ওই প্ল্যান্ট থেকে ওঠা কুণ্ডলী পাকানো কালো ধোঁয়া দেখা যাচ্ছে।