গুলমার্গ: ভূস্বর্গে ফের ভারতীয় সেনার (Indian Army) গাড়িতে হামলা চালাল জঙ্গিরা (Terror Attack)। যার জেরে শহিদ হয়েছেন ১৮ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের দুই জওয়ান সহ চারজন। জখম হয়েছেন আরও কয়েকজন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের গুলমার্গ (Gulmarg) জেলার বারামুল্লার সীমান্ত সংলগ্ন নাগিন পোস্টের কাছে বুটাপাথরি এলাকায়।
বৃহস্পতিবার সকালেই পুলওয়ামার ত্রাল এলাকার বাতাকুন্দ গ্রামে উত্তরপ্রদেশের এক পরিযায়ী শ্রমিককে গুলি করেছিল জঙ্গিরা। তাদের খোঁজে তল্লাশি চলার মাঝেই অজ্ঞাত পরিচয়ের জঙ্গিদের গুলিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই জওয়ান ও ২ জন মালবাহকের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রশাসন সূত্রে দুই মালবাহকের নাম জানা গেছে। তাঁরা হলেন নৌসারা এলাকার মুস্তাক আহমেদ চৌধুরী ও বারনাটে বনিয়ার এলাকার মানজুর আহমেদ মীর। এছাড়া জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন উরির বাসিন্দা বাসরাত আলি।
সূত্রের খবর, সীমান্তের ওপার থেকে সম্ভবত ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল জঙ্গিরা। সেই সময় আচমকা সেনার গাড়ি সেখানে পৌঁছে যাওয়ায় তারা গুলি চালায়। ভারতীয় সেনার চিনার কর্পসের তরফে টুইট করে জানানো হয়, বারামুল্লার বুটাপাথরি এলাকায় ভারতীয় সেনা ও জঙ্গিদের মাঝে গুলির লড়াই চলছে।
জঙ্গি হামলার তীব্র নিন্দা করে জম্মু ও কাশ্মীরের রবীন্দর রায়না বলেন, কাপুরুষ পাকিস্তানি জঙ্গিরা ভারতীয় সেনার গাড়িতে হামলা চালিয়েছে। পুলিশ ও সেনা তল্লাশি শুরু করেছে। জঙ্গিদের এর চরম মূল্য চোকাতে হবে। জম্মু ও কাশ্মীরের শান্তি এবং সৌভ্রাতৃত্বের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে পাকিস্তান। এই জঙ্গিদের যোগ্য জবাব দেবে ভারতীয় সেনা।
জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার অফিস থেকে টুইট করা হয়, বুটাপাথরি সেক্টরে জঘন্য জঙ্গি হামলা সম্পর্কে উচ্চপদস্থ সেনা আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের এই হামলার যোগ্য জবাব দিয়ে জঙ্গিদের খতম করার নির্দেশ দেওয়া হয়েছে। অপারেশন চলছে। আমাদের শহিদদের বলিদান বৃথা যাবে না। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যাঁরা জখম হয়েছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এই প্রার্থনা করি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: