বিলাসপুর: ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় অন্তত ৪৩টি গরুর মর্মান্তিক মৃত্যু হল। স্থানীয় পঞ্চায়েত ভবনের একটি ছোট ঘরে ঠেসে রাখা হয়েছিল অনেকগুলি গরুকে। দম আটকে তারা মারা যায়।

বিলাসপুরের কালেক্টর সারাংশ মিত্তার জানিয়েছেন, গতকাল সকালে গ্রামবাসীরা ঘর থেকে দুর্গন্ধ পেয়ে দরজা খোলেন, দেখেন ততক্ষণে ৪৩টি গরুর মৃত্যু হয়েছে। তিনি বলেছেন, ৬০টি গরুকে তখতপুর ডেভেলপমেন্ট ব্লকের মেদপুর গ্রামের পুরনো পঞ্চায়েত ভবনের ওই ঘরে আটকে রাখা হয়েছিল। ছত্তিশগড়ের প্রাচীন রোকা-চেকা পরম্পরা অনুযায়ী গ্রামবাসীরা এই কাজ করেছিলেন।

রোকা-চেকা এখন রাজ্য সরকারি প্রকল্প, এর মাধ্যমে গ্রামের বয়স্করা ও সম্মানিত ব্যক্তিরা ঠিক করেন, কীভাবে গরুদের গোথানে নিয়ে গিয়ে তাদের চাষের জমিতে ঢুকে পড়া আটকানো যাবে। এ ব্যাপারে এখন তদন্ত শুরু হয়েছে, দেখা হচ্ছে, গরুগুলিকে কখন, কেন তালাবন্ধ করে রাখা হয়েছিল।

ময়নাতদন্তে জানা গিয়েছে, ৪৩টি গরু দম আটকে মারা গিয়েছে, বাকি ১৭টির অবস্থা স্থিতিশীল। ভারতীয় দণ্ডবিধির প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস অ্যাক্ট ও ৪২৯ ধারায় পুলিশ মামলা রুজু করেছে।