স্বাস্থ্য দপ্তরের অফিসাররা জানিয়েছেন, সিকিমে মোট অ্যাক্টিভ করোনাভাইরাস সংক্রমণের কেস ৩৫৭টি। মোট সংক্রমণের সংখ্যা ৪৯৯। ১৪২ জন সুস্থও হয়ে উঠেছেন। কিন্তু তার মধ্যেই আজ রাজ্যে প্রথম কারও প্রাণ কাড়ল করোনা। পূর্ব সিকিমের কোভিড-১৯ পজিটিভ ওই মৃত রোগীর বয়স ৭৪। সিকিম সরকারের তথ্য ও জনসংযোগ দপ্তরের সরকারি ট্যুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, এসটিএনএম হাসপাতালের কোভিড শাখায় আজ সকালে মারা গিয়েছেন পূর্ব সিকিমের রোংলির ৭৪ বছরের এক বাসিন্দা। তাঁর কো-মর্বিডিটিস ছিল। হাইপারটেনশন ও ডায়াবেটিসে ভুগছিলেন তিনি।
সিকিম সরকার গত ২০ জুলাই এক আদেশ জারি করে, সেদিনই আরেকটি আদেশ জারি করে ২৭ জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন কার্যকর করার গাইডলাইন প্রকাশ করে। পরিবর্ধিত লকডাউনে সেই গাইডলাইন চালু থাকবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।