নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাস সংক্রমণ রুখতে ১ আগস্ট পর্যন্ত রাজ্যব্যাপী লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করল সিকিম সরকার। লাগাতার ৬ দিনের লকডাউনের মেয়াদ ছিল রবিবার পর্যন্ত। কিন্তু ঘটনাচক্রে গতকালই কোভিড-১৯ এ প্রথম মৃত্যু হয়েছে পাহাড়ি রাজ্যে। তারপরই বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের মুখ্যসচিব এস সি গুপ্ত বলেন, গোটা পরিস্থিতির সব দিক খতিয়ে দেখে, বিস্তারিত বিবেচনা করে গোটা সিকিমে লকডাউনের মেয়াদ ১ আগস্ট সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হবে বলে ঠিক হয়েছে।
স্বাস্থ্য দপ্তরের অফিসাররা জানিয়েছেন, সিকিমে মোট অ্যাক্টিভ করোনাভাইরাস সংক্রমণের কেস ৩৫৭টি। মোট সংক্রমণের সংখ্যা ৪৯৯। ১৪২ জন সুস্থও হয়ে উঠেছেন। কিন্তু তার মধ্যেই আজ রাজ্যে প্রথম কারও প্রাণ কাড়ল করোনা। পূর্ব সিকিমের কোভিড-১৯ পজিটিভ ওই মৃত রোগীর বয়স ৭৪। সিকিম সরকারের তথ্য ও জনসংযোগ দপ্তরের সরকারি ট্যুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, এসটিএনএম হাসপাতালের কোভিড শাখায় আজ সকালে মারা গিয়েছেন পূর্ব সিকিমের রোংলির ৭৪ বছরের এক বাসিন্দা। তাঁর কো-মর্বিডিটিস ছিল। হাইপারটেনশন ও ডায়াবেটিসে ভুগছিলেন তিনি।
সিকিম সরকার গত ২০ জুলাই এক আদেশ জারি করে, সেদিনই আরেকটি আদেশ জারি করে ২৭ জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন কার্যকর করার গাইডলাইন প্রকাশ করে। পরিবর্ধিত লকডাউনে সেই গাইডলাইন চালু থাকবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।
প্রথম করোনাভাইরাসে মৃত্যু ৭৪ বছরের ব্যক্তির, সিকিমে লকডাউন বাড়ল ১ আগস্ট পর্যন্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jul 2020 07:50 AM (IST)
স্বাস্থ্য দপ্তরের অফিসাররা জানিয়েছেন, সিকিমে মোট অ্যাক্টিভ করোনাভাইরাস সংক্রমণের কেস ৩৫৭টি। মোট সংক্রমণের সংখ্যা ৪৯৯। ১৪২ জন সুস্থও হয়ে উঠেছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -