কুলতলির কৈখালি জঙ্গল থেকে গ্রেফতার ৫ বাংলাদেশি জলদস্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Apr 2018 11:43 AM (IST)
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার কৈখালি জঙ্গল থেকে গ্রেফতার ৫ বাংলাদেশি জলদস্যু। ধৃতদের কাছ থেকে উদ্ধার ৫টি গুলিভর্তি বন্দুক, একটি দেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি। এছাড়া, মিলেছে ৭টি তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল রাত দেড়টা নাগাদ কুলতলির কৈখালি জঙ্গলে অভিযান চালায় বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও কুলতলি থানার পুলিশ। হাতেনাতে গ্রেফতার করা হয় ৫ বাংলাদেশি জলদস্যুকে। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন, অনুপ্রবেশ, ডাকাতি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এর আগে ২৩ মার্চ, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পিরখালির চার নম্বর জঙ্গল থেকে গ্রেফতার করা হয় ৪ বাংলাদেশি জলদস্যুকে।