করাচি: করাচিতে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে হামলা চালিয়েছে এক দল জঙ্গি। গুলির লড়াইয়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, কম করে আরও ৩ জন আহত হয়েছেন।

আজ সকালে করাচির এই স্টক এক্সচেঞ্জের বহুতলে জনাচারেক জঙ্গি ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলিতে ৩ জঙ্গিকে খতম করা হয়েছে, একজন এখনও ভেতরে লুকিয়ে। পাকিস্তান পুলিশ জানিয়েছে, প্রধান দরজায় গ্রেনেড হামলা করে ভেতরে ঢোকে জঙ্গিরা, তারপরেই গুলি ছুঁড়তে শুরু করে।



লোকজনকে ওই বহুতল থেকে বার করা হচ্ছে। আহতদের মধ্যে ১ পুলিশ অফিসার ও ১ নিরাপত্তা রক্ষী রয়েছেন। স্টক এক্সচেঞ্জের আশপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে, ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে এই হামলা চালায় জঙ্গিরা, তাদের সঙ্গে একটি ব্যাগ ভর্তি বিস্ফোরক রয়েছে সম্ভবত।