কলকাতা: ভূস্বর্গে জঙ্গি দমনে বড়সড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। জন্মু ও কাশ্মীর পুলিশ (Jammu And Kashmir Police) এবং সিআরপিএফের (CRPF) যৌথ অভিযানে ফাঁস লস্কর-ই-তইবার জঙ্গি (LeT Terrorist Module) মডিউল, গ্রেফতার ৫ জন। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার ঘটনা। ধৃতদের থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে দাবি নিরাপত্তাবাহিনীর।


কী জানা গেল?
পুলিশ ও সিআরপিএফ যে যৌথ অভিযান চালিয়েছিল, পরে তা নিয়ে একটি বিবৃতি দেওয়া হয়। জানানো হয়েছে, ধৃতদের থেকে দুটি পিস্তল, তিনটি হ্যান্ড গ্রেনেড, একটি UBGL, দুটি পিস্তল ম্যাগাজিন, ১২টি  পিস্তল রাউন্ড এবং ২১টি একে-৪৭। ধৃতদের নাম আদিল হুসেন ওয়ানি, সুহেল আহমেদ দার, এতমাদ আহমেদ লাওয়ে, মেহরাজ আহমেদ লোন এবং সাবজার আহমেদ খার। ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে। এর আগে, গত অগাস্টে অসম রাইফেলস এবং সিআরপিএফের সঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের সম্মিলিত অভিযানে উত্তর কাশ্মীরের বান্দিপোরায় একটি জঙ্গি মডিউল ফাঁস হয়। পাক-মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের বান্দিপোরায় ফের 'অক্সিজেন' জোগানোর যে চেষ্টা করছিল পাকিস্তানি হ্যান্ডলাররা, ওই অভিযানের ফলে তাতে জল পড়ে যায়। হালেই, কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সপ্তাহব্যাপী সংঘর্ষে মারা যান সেনার দুই অফিসার, প্রাণ হারান জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাট। পরে আরও এক জওয়ানের দেহ উদ্ধার হয়। তার পর পুলিশ ও সিআরপিএফের এই অভিযানে লস্কর-ই-তইবার জঙ্গি মডিউল ফাঁস হওয়া ও ৫ জনের গ্রেফতারির খবর।


কী হয়েছিল?
হালে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর যে সপ্তাহব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছিল, তা শুরু হয় ১২ সেপ্টেম্বর গভীর রাত থেকে। পর দিন, অর্থাৎ ১৩ সেপ্টেম্বর কাশ্মীরের অনন্তনাগ জেলায় গাদোলের জঙ্গল এলাকার মধ্যে চলা গুলির লড়াইয়ের মধ্যে মারা যান সেনার দুই অফিসার, মৃত্যু হয় জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাটের। তবে সংঘর্ষ থামেনি। ঘন জঙ্গল ও বন্ধুর ভূ-প্রকৃতির জেরে তুমুল অসুবিধার মুখে পড়তে হয় ভারতীয় নিরাপত্তাবাহিনীকে। প্রায় ১ সপ্তাহের অভিযানে শেষমেশ মারা যায়  লস্কর-ই-তইবার এক কম্যান্ডার-সহ ২ জঙ্গি। নিহত লস্কর কম্যান্ডারের নাম উজেইর খান বলে জানান কাশ্মীর পুলিশের অ্যাডিশনাল ডিজি বিজয় কুমার।  সূত্রের খবর,  উজেইর খান এলাকাটি হাতের তালুর মতো চিনত। বার বার তারই ফয়দা নেওয়ার চেষ্টা করেছিল সন্ত্রাসবাদীরা। হাল ছাড়ার প্রশ্ন ছিল না, হাল ছাড়েনিও নিরাপত্তাবাহিনী। 
এবারও এল সাফল্য।


আরও পড়ুন:আজ এই ৬ স্টক দিতে পারে লাভ, এন্ট্রি- স্টপ লস রাখুন এখানে