নয়াদিল্লি: স্বামী স্ত্রীর তুমুল ঝগড়া, মারধর। আর মাঝখান থেকে বেঘোরে মারা গেল ৫ মাসের ছোট্ট সন্তান। পূর্ব দিল্লির কোন্ডলি এলাকায় ঘটেছে এই ঘটনা।
স্থানীয় বাসিন্দা সত্যজিতের সঙ্গে তাঁর স্ত্রী দীপ্তির রবিবার ঝামেলা চলছিল। ঝগড়ার মধ্যে ৩২ বছরের সত্যজিৎ স্ত্রীকে লাঠি দিয়ে মারতে শুরু করেন বলে অভিযোগ। সেই লাঠিতে একটা পেরেক লাগানো ছিল। সেটা তাঁদের ৫ মাসের ছেলের মাথায় ঠুকে যায়। বাবা মা নিজেরাই তার প্রাথমিক চিকিৎসা করেন, কোনও চিকিৎসকের কাছে নিয়ে যাননি। মঙ্গলবার সকালে বমি করে শিশুটি। দীপ্তি তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ময়নাতদন্তে জানা গিয়েছে, মাথায় চোট লেগে ছেলেটির মস্তিষ্কে রক্ত জমে গিয়েছিল।
গাজিপুর পুলিশ স্টেশনে সত্যজিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। সত্যজিৎ এখনও ফেরার।
বাবা মায়ের ঝগড়া, পেরেকে মাথা ঠুকে গিয়ে ৫ মাসের শিশুর মৃত্যু
ABP Ananda, Web Desk
Updated at:
10 Oct 2019 02:03 PM (IST)
মঙ্গলবার সকালে বমি করে শিশুটি। দীপ্তি তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।a
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -