এবার জন্মদিনে সেলিব্রেশন নয়! কেন এমন সিদ্ধান্ত অমিতাভের?
Web Desk, ABP Ananda | 10 Oct 2019 10:57 AM (IST)
জন্মদিনের আগে এবার একটু নস্টালজিক অমিতাভ। মনে করলেন, সেই ছোটবেলার জন্মদিনগুলোর কথা, যখন তাঁর জন্য একটি কবিতা লিখে আবৃত্তি করতেন বাবা হরিবংশ রাইবচ্চন।
মুম্বই: শুক্রবার ৭৭ এ পড়বেন অমিতাভ বচ্চন। এইদিনটির দিকে সাগ্রহে তাকিয়ে বিগবি ভক্তরা। কিন্তু সকলকে কিছুটা হতাশ করেই তিনি জানালেন, কোনও সেলিব্রেশন নয়! এখনও কাজ করতে পারছেন, শরীর তাঁর সঙ্গ দিচ্ছে, তাতেই খুশি তিনি। তাঁর সুস্বাস্থ্য কামনা করুন, অনুরাগীদের কাছে শুধু এটুকুই আর্জি বিগ বি-র। জন্মদিনের আগে এবার একটু নস্টালজিক অমিতাভ। মনে করলেন, সেই ছোটবেলার জন্মদিনগুলোর কথা, যখন তাঁর জন্য একটি কবিতা লিখে আবৃত্তি করতেন বাবা হরিবংশ রাইবচ্চন। ১৯৮৪তে ‘কুলি’ ছবির শ্যুটিং এ ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হন বিগবি। সেবছরও জন্মদিনে বাবা একটি কবিতা লিখেছিলেন তাঁর জন্য, পড়ে শুনিয়েও ছিলেন। সেবার কবিতা পড়তে গিয়ে ভেঙে পড়েন হরিবংশ রাইবচ্চন। স্মৃতিচারণ করতে গিয়ে অমিতাভ বলেন, বাবাকে তিনি এইভাবে ভেঙে পড়তে কখনও দেখেননি। আজ বাবা নেই। নেই তাঁর মাও। তাই কেক কাটার উদ্দীপনাটা বড্ড মিস করেন ইন্ডাস্ট্রির মহাতারকা। তাই এখন জন্মদিনে কেকের বদলে আসে ড্রাই ফ্রুটসের থালা। ৭৭ এ পৌঁছেও তিনি মনে মনে ২৪ বছরের তরুণ – সম্প্রতি বিগ বিকে নিয়ে এমনই মন্তব্য করেছেন আয়ুষ্মান খুরানা। আজও অমিতাভের মনে পিয়ানো শেখার ইচ্ছে। শিখতে চান নতুন ভাষা। ভারতীয় সিনেমার শাহেনশাকে এবিপি আনন্দের পক্ষ থেকে জন্মদিনের আগাম শুভেচ্ছা।