মুম্বই: চোটের সমস্যার জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজে ভারতীয় দলে নেই স্পিডস্টার জসপ্রিত বুমরাহ। বর্তমান ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা পেসার হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি। বিশ্বের যে কোনও ব্যাটিং লাইনআপের কাছেই ত্রাসের সঞ্চার করেছেন তিনি।আইসিসি-র একদিনের ক্রিকেটের সাম্প্রতিক ক্রমতালিকায় পয়লা নম্বরে তিনি। কিন্তু এই উল্কার গতিতে উত্থানের পথ একেবারেই মসৃণ ছিল না বুমরাহর।তবে যাবতীয় প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে তিনি পৌঁছে গিয়েছেন সাফল্যের রাজপথে।
শুরুর সেই লড়াইয়ের দিনগুলির কথা স্মরণ করেছেন বুমরাহ ও তাঁর মা দলজিত। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স তাদের ট্যুইটার হ্যান্ডেলে তাঁদের এই স্মৃতিচারণের একটি ভিডিও শেয়ার করেছে। ভিডিওতে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের মালিক নীতা অম্বানিকেও। লন্ডনে স্পোর্টস বিজনেস সামিটে বক্তব্য রাখতে গিয়ে বলতে শোনা গিয়েছে, যে কোনও জায়গা থেকেই প্রতিভা সাফল্যের তুঙ্গে পৌঁছতে পারে। এক কিশোরের রূপান্তরের ঘটনা জানাতে চাই, যাকে আবিষ্কার করেছিল মুম্বই ইন্ডিয়ান্স।
দলজিত বলেছেন, ও (জসপ্রিত) যখন পাঁচ বছরের, তখন আমার স্বামী মারা যান। বুমরাহ বলেছেন, এরপর খুব অভাবের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমার একজোড়া জুতো ছিল। একজোড়া টি-শার্ট ব্যবহার করতাম। টি-শার্ট দুটো বারবার পরতে হত। তাই প্রত্যেকদিনই কাচতে হত।
বুমরাহ জানিয়েছেন, ছোটবেলায় অনেকেই এমন কিছু শুনে থাকে যে, এমন কিছু ঘটে, যখন কেউ এসে এভাবে কাউকে বেছে নেয়। কিন্তু বাস্তবে এমনটাই তাঁর জীবনে ঘটেছে।
দলজিত জানিয়েছেন, আইপিএলের ম্যাচে ছেলেকে প্রথমবার খেলতে দেখে তিনি কান্না চেপে রাখতে পারিনি।
বুমরাহ বলেছেন, ছোটবেলার ওই প্রতিকূল পরিস্থিতি তাঁকে আরও শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করেছে।