পটনা: বিহারের বক্সারে বড়সড় ট্রেন দুর্ঘটনা (Train Accident)। দিল্লির (Delhi) আনন্দ বিহার স্টেশন থেকে গুয়াহাটির কামাখ্যা স্টেশনগামী 'নর্থ ইস্ট এক্সপ্রেস'-এর (North East Express) ৬টি কামরা লাইনচ্যুত (derailed)। বুধবার রাত ৯.৩৫ নাগাদ দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 


ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা


বুধবার রাত ৯টা বেজে ৩৫ মিনিট নাগাদ ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনট্যুত হয় ট্রেনটি। অসমের গুয়াহাটির কামাখ্যা যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এলাকার হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।


 






রেলের তরফ থেকে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। সেগুলি হল, পটনা: ৯৭৭১৪৪৯৯৭১, দানাপুর: ৮৯০৫৬৯৭৪৯৩, কমার্শিয়াল কন্ট্রোল: ৭৭৫৯০৭০০০৪ ও আরা হেল্পলাইন: ৮৩০৬১৮২৫৪২ (Patna: 9771449971, Danapur: 8905697493, Commercial Control: 7759070004, and Ara helpline: 8306182542)


বিস্তারিত পড়ুন: Operation Ajay: কাল থেকেই বিশেষ চার্টার্ড বিমান, যুদ্ধবিদ্ধস্ত ইজরায়েল থেকে নাগরিকদের ফেরাতে ‘অপারেশন অজয়’


দুর্ঘটনাস্থলে হাজির অন্য উদ্ধারকারী যান। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে মেডিক্যাল টিম। রেলের আধিকারিকরা রওনা দিয়েছেন। একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেলেও, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন জানিয়েছে, তাদের কাছে হতাহতের কোনও খবর নেই এখনও।             


বক্সারের জেলাশাসক এবং আরার এসপি-র সঙ্গে কথা বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের। সব ব্যবস্থা করার নির্দেশ। উদ্ধারকার্য দ্রুত শেষ করতে বললেন।


এখনও সাধারণ মানুষের মনে টাটকা কিছুদিন আগে বালেশ্বরে ঘটে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা। এমন অঘটন যা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। অগুন্তি মৃত্যু, স্বজনহারার হাহাকার মানুষের কানে বেজেছিল বহুদিন। এখনও সেই অভিশপ্ত সন্ধ্যার কথা মনে পড়লেই শিউরে ওঠেন সাধারণ মানুষ। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার ট্রেন দুর্ঘটনা।                  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial