Gold Recovered: স্যানিটারি ন্যাপকিনের (Sanitary Napkin) ভিতর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ খাঁটি সোনা (Pure Gold)। ত্রিচি বিমানবন্দরের (Trichy Airport) ঘটনায় হতবাক সকলেই। সংবাদসংস্থা এএনআই (ANI) সোশ্যাল মিডিয়া মাধ্যম 'এক্স' হ্যান্ডেলে জানিয়েছে এই খবর। শুল্ক দফতর এই সোনা উদ্ধার করেছে। জানা গিয়েছে, স্যানিটারি ন্যাপকিনের ভিতর গোল্ড পেস্ট (Gold Paste) হিসেবে লুকিয়ে রাখা ছিল ওই সোনা। মোট ৬১২ গ্রাম সোনা উদ্ধার করেছে শুল্ক দফতর। এগুলি ২৪ ক্যারেটের খাঁটি সোনা বলে জানিয়েছেন শুল্ক দফতরের আধিকারিকরা। স্যানিটারি ন্যাপকিনের ভিতর থেকে সোনা উদ্ধারের একটি ভিডিও ভাইরাল হয়েছে এক্স মাধ্যমে। শুল্ক দফতর সূত্রে খবর, প্রায় ৩৭.৫৮ লক্ষ টাকার সোনা উদ্ধার করা হয়েছে। তামিলনাড়ুর তৃতীয় ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর ত্রিচি। প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে চেন্নাই এবং কোয়েম্বাতুর। এই ধরনের ব্যস্ত বিমানবন্দর দিয়ে এভাবে সোনা পাচারের চেষ্টা চলছিল, এই খবর জেনে হতবাক অনেকেই। এভাবে স্যানিটারি ন্যাপকিনের ভিতরে গোল্ড পেস্ট নিয়ে যাওয়া হতে পারে, নিঃসন্দেহে একথা কল্পনা করেননি শুল্ক দফতরের কর্তারাও। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, শুল্ক দফতরের আধিকারিকরা জানিয়েছেন, দুটো গোল্ড পেস্টের প্যাকেট স্যানিটারি ন্যাপকিনের ভিতর লুকিয়ে রাখা ছিল। 






তবে এভাবে সোনা উদ্ধারের ঘটনা নতুন নয়। এর আগেও আন্তর্জাতিক বিমানবন্দর কিংবা অন্য জায়গায় এমন সব জিনিসের ভিতর থেকে সোনা উদ্ধার করা হয়েছে যা কল্পনার অতীত। এবারের ঘটনাও অনেকটা তেমনই। মূলত শুল্ক দফতরের চোখে ধুলো দিয়ে সোনা পাচারের উদ্দেশ্যেই এইসব অভিনব পন্থা নেওয়া হয়। চলতি বছর সেপ্টেম্বর মাসে কেম্পেগোড়া আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে এই ধরনের দুটো ঘটনা দেখা গিয়েছিল। দুবাই থেকে এসেছিলেন তিনজন মহিলা। বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২ থেকে তাঁদের সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়। প্রায় ৩.৩ কোটি টাকার গোল্ড পেস্ট পাচারের চেষ্টা করছিলেন এই তিন মহিলা। নিজেদের পোশাক এবং ব্যক্তিগত জিনিসের মধ্যে লুকিয়ে রেখেছিলেন সোনা। 


আরও পড়ুন- মহুয়া বিতর্কে জড়াতে চায় না TMC, বুঝিয়ে দিলেন কুণাল, অধীর বললেন..