ওড়িশা: দু হাত মিলিয়ে আঙুলের সংখ্যা ১২। প্রতিটি হাতে ৬টি করে আঙুল। আর পায়েও আঙুলের সংখ্যা স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ। প্রতিটি পায়েই রয়েছে ১০টি করে আঙুল। ওড়িশার গঞ্জাম জেলার কাদাপাড়া গ্রামের বাসিন্দা কুমারী নায়ক এই শারীরিক অসঙ্গতি নিয়ে জীবন কাটাচ্ছেন। ৬৫ বছরের এই বৃদ্ধার এমন শারীরিক অসঙ্গতিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘পলিড্যাকটিলি’।


ল্যাটিন শব্দ ‘পলিস’ যার অর্থ বহু এবং ‘ড্যাকটিলস’ যার অর্থ আঙুল, এই দুই শব্দের মেলবন্ধনেই এসেছে ‘পলিড্যাকটিলি’। সার্জিকাল স্পেশ্যালিস্ট পিনাকী মোহন্তি বলছেন, “এই ধরনের ঘটনা বিরল। পলিড্যাকটিলি সিনড্রোম প্রতি ৫ হাজার মানুষে এক, দুই ক্ষেত্রেই দেখা যায়, যেখানে হাতে, পায়ে একাধিক আঙুল দেখা যায়।”