কলকাতা: আড়াই দিনেরও কম সময়ে বাংলাদেশকে হারিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে ভারত। ইডেনে ম্যাচ জিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছেন বিরাট কোহলি। তবে সুনীল গাওস্করের কাছে সমালোচিত হতে হল ভারত অধিনায়ককে। লিটল মাস্টার বললেন, বোর্ড প্রেসিডেন্ট বলেই সৌরভের স্তুতি শোনা গিয়েছে বিরাটের মুখে!
রবিবার ইডেন টেস্টের তৃতীয় দিনে মাত্র ৪৫ মিনিটের মধ্যে বাংলাদেশের শেষ ৪টি উইকেট তুলে নিয়েছিল ভারত। তারপরই বিরাট বলেছেন, ‘শ্রেষ্ঠত্বের আসনে নিজেদের প্রতিষ্ঠিত করাটাই আমাদের পরিকল্পনা। চ্যালেঞ্জ সামলে পাল্টা লড়াই করা। দাদার হাত ধরে যেটার সূচনা হয় আর সেই ঘরানাই আমরা বহন করে চলেছি।’
বিরাটের এই মন্তব্যে ক্ষুব্ধ গাওস্কর। বলেছেন, ‘এটা দারুণ একটা জয়। তবে একটা কথা বলতে চাই। বিরাট বলেছে দাদার (সৌরভের) দলের হাত ধরে জয়ের দৌড় শুরু হয়েছিল। হতে পারে বোর্ড প্রেসিডেন্ট বলে সৌরভকে নিয়ে ভাল কথা বলছে বিরাট। তবে সত্তর বা আশির দশকেও জিতেছে ভারত। বিরাট তখনও জন্মায়নি।’
গাওস্কর মনে করিয়ে দেন যে, বিরাটের কথা শুনে মনে হচ্ছে ভারত ২০০০ সালের পর থেকে জিতছে। যদিও তার ৩০ বছর আগেও বিদেশের মাটিতে সিরিজ জিতে ফিরেছে ভারত। ‘অনেকে মনে করেন ২০০০ সাল থেকে ক্রিকেট শুরু হয়। তবে সত্তরের দশকেও ভারত বিদেশে জিতেছে। ১৯৮৬ সালে জিতেছে। বিদেশে সিরিজ ড্র করে ফিরেছে। অন্যান্য দলের মতো ম্যাচ হেরেওছে,’ বলেছেন গাওস্কর।
ইডেনে বাংলাদেশের প্রথম ইনিংস মাত্র ১০৬ রানে গুটিয়ে দেওয়ার পর ৩৪৭/৯ স্কোরে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছিল ভারত। জবাবে দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ইনিংস ও ৪৬ রানে টেস্ট জিতে নিয়েছে বিরাটের দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে এখন ভারতই।
সৌরভ বোর্ড প্রেসিডেন্ট বলেই প্রশংসা করেছে বিরাট, ওর জন্মের আগেও বিদেশে জিতেছে ভারত, আক্রমণ গাওস্করের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Nov 2019 11:54 PM (IST)
গাওস্কর মনে করিয়ে দেন যে, বিরাটের কথা শুনে মনে হচ্ছে ভারত ২০০০ সালের পর থেকে জিতছে। যদিও তার ৩০ বছর আগেও বিদেশের মাটিতে সিরিজ জিতে ফিরেছে ভারত।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -