পুণে: করোনায় ট্রেন চলছে না। কিন্তু মা বৈষ্ণোদেবী ডেকেছেন। তাতেই সাড়া দিয়ে মহারাষ্ট্রের বুলধানা জেলা থেকে জম্মু রওনা দিয়েছেন ৬৮ বছরের এক মরাঠি প্রৌঢ়া। সাইকেলে করে একা একাই দেবীদর্শনে চলেছেন তিনি।

২,২০০ কিলোমিটার পথ। কিন্তু তাতে পিছিয়ে আসেননি এই মহিলা। সাধারণ একটি সাইকেলে করে তিনি চলেছেন তাঁর আরাধ্যার উপাসনা করতে। ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন রতন সারদা নামে এক ব্যক্তি। তাতে দেখা যাচ্ছে, সাধারণ একটি লেডিস সাইকেল নিয়ে এক প্রৌঢ়ার এই একক যাত্রা। দেখুন


লাখের ওপর মানুষ ভিডিওটি দেখেছেন। প্রণাম জানিয়েছেন এই মহিলাকে। একই সঙ্গে কেউ কেউ প্রশ্ন করেছেন, তাঁর পরিবারের লোকজন তাঁর বৈষ্ণোদেবী যাত্রার অন্য কোনও সুগম ব্যবস্থা করল না কেন?