দুবাই: চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালসকে সহজেই ৫ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়াল সাত নম্বরে থাকা কিংস ইলেভেন পঞ্জাব। এই জয়ের ফলে সাত থেকে একলাফে পাঁচ নম্বরে উঠে এল কে এল রাহুলের দল। ফলে তাঁদের প্লে-অফে যাওয়ার আশা থাকল। ১০ ম্যাচে পঞ্জাবের পয়েন্ট ৮। দিল্লি এই ম্যাচ হেরেও শীর্ষেই থাকল। ১০ ম্যাচে দিল্লির পয়েন্ট ১৪।


এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৬৪ রান করে দিল্লি। দুরন্ত শতরান করেন দিল্লির অভিজ্ঞ বাঁ হাতি ওপেনার শিখর ধবন। তিনি ৬১ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও তিনটি ছক্কা। এর আগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও অপরাজিত শতরান করেন ধবন। সেই ম্যাচে তিনি ৫৮ বলে ১০১ রান করে অপরাজিত ছিলেন। পরপর ২ ম্যাচে শতরান করলেন এই তারকা ব্যাটসম্যান। কিন্তু আজকের শতরানও দলকে জেতাতে পারল না।

আজ শুরুতেই উইকেট হারায় দিল্লি। মাত্র ৭ রান করেই আউট হয়ে যান ওপেনার পৃথ্বী শ। তিন নম্বরে নেমে অধিনায়ক শ্রেয়স আয়ার করেন ১৪ রান। ঋষভ পন্থও করেন ১৪ রান। মার্কাস স্টোইনিস করেন ৯ রান। শিমরন হেটমায়ার করেন ১০ রান।

পঞ্জাবের হয়ে জোড়া উইকেট নেন মহম্মদ শামি। একটি করে উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল, জেমস নিশম ও মুরুগান অশ্বিন।

রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় পঞ্জাব। ১৫ রান করেই ফিরে যান রাহুল। অপর ওপেনার ময়ঙ্ক অগ্রবাল করেন মাত্র ৫ রান। তিন নম্বরে নামা ক্রিস গেইল ১৩ বলে ২৯ রান করেন। নিকোলাস পুরান ভাল পারফরম্যান্স দেখান। তিনি করেন ৫৩ রান। গ্লেন ম্যাক্সওয়েল করেন ৩২ রান। দীপক হুডা ১৫ ও নিশম ১০ রান করে অপরাজিত থাকেন।

দিল্লির হয়ে জোড়া উইকেট নেন কাগিসো রাবাডা। একটি করে উইকেট নেন অক্ষর পটেল ও রবিচন্দ্রন অশ্বিন।