পুনে: চলতি পুনে টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেছেন ভারতের ওপেনার ময়াঙ্ক অগ্রবাল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টেও দুরন্ত দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে শতরানের ইনিংসে ময়াঙ্কের মানসিক দৃঢ়তার আরও একবার প্রতিফলন ঘটল। সর্বোচ্চ পর্যায়ে নিজের ব্যাটিংয়ের উন্নতির জন্য মানসিক শৃঙ্খলারই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করছেন ময়াঙ্ক।
বিশাখাপত্তনম টেস্টে ২১৫ রানই ছিল টেস্টে তাঁর প্রথম তিন সংখ্যার রান। এরপর পুনে টেস্টেও সেঞ্চুরি এল তাঁর ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বীরেন্দ্র সহবাগের পর ভারতীয় ওপেনার হিসেবে ময়াঙ্কই পরপর দুটি টেস্টে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একই টেস্টের উভয় ইনিংসে ভারতীয় ওপেনার হিসেবে একমাত্র রোহিত শর্মাই সেঞ্চুরি করেছেন।
পুনে টেস্টের প্রথম দিনের শেষে ময়াঙ্ক বলেছেন, পরপর শতরান করতে পেরে আমি খুশি। এটা দারুণ একটা অনুভূতি।
বিশাখাপত্তনমে দিলীপ সরদেশাই, বিনোদ কাম্বলি ও করুণ নায়ারের পর চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরিকে দ্বিশতরানে পরিণত করেছিলেন ময়াঙ্ক। তিনি বলেছেন, চলতি টেস্টে দল খুব ভালো জায়গায় রয়েছে। টসে জিতে প্রথমে ব্যাটিং নেওয়া হয়েছে। একজন কম ব্যাটসম্যান নিয়ে খেলছে দল। এই পরিস্থিতিতে রান করাটা খুব ভালো বিষয়। এমন এক একটা সময় গিয়েছে, যখন রান সহজে আসছিল না। ওরা বেশ কয়েকবার নিয়ন্ত্রিত স্পেল করেছে এবং আমাদের সহজে রান করতে দেয়নি।
তাঁর ব্যাটিং সংক্রান্ত দৃষ্টিভঙ্গি ও এজন্য কী ধরনের প্রস্তুতি তিনি নিয়েছিলেন, এই প্রশ্নের উত্তরে ময়াঙ্ক বলেছেন, প্রচুর দূরপাল্লার দৌড়, ধ্যান ও নিজের খেলা নিয়ে কাজ করেছেন তিনি। এটা পুরোদস্তুর মানসিক শৃঙ্খলার ব্যাপার।
সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম ঘন্টা ময়াঙ্ক ও রোহিত শর্মা সতর্কতার সঙ্গে খেলেন। পিচে তখনও আর্দ্রতা ছিল এবং সাহায্য পাচ্ছিলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা ও ভার্নন ফিল্যান্ডার। গতকাল ভারতের যে তিনটি উইকেট পড়েছে, সেই তিনটিই দখল করেছেন রাবাডা।
ময়াঙ্ক বলেছেন, দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলতে ৪৫০-৫০০ রান খুব ভালো স্কোর হবে.. দ্বিতীয়বার ব্যাট করতে হবে কিনা, জানি না।
প্রথম দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ২৭৩। বিরাট কোহলি (অপরাজিত ৬৩) ও আজিঙ্কা রাহানে (অপরাজিত ১৮) ক্রিজে রয়েছেন।
দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলতে ৪৫০-৫০০ রান ভালো স্কোর হবে, মনে করছেন ময়াঙ্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Oct 2019 07:35 AM (IST)
চলতি পুনে টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেছেন ভারতের ওপেনার ময়াঙ্ক অগ্রবাল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টেও দুরন্ত দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে শতরানের ইনিংসে ময়াঙ্কের মানসিক দৃঢ়তার আরও একবার প্রতিফলন ঘটল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -