কলকাতা: ভারতের সার্বভৌমত্ব, ভারতীয় ভূখণ্ড এবং সারা দেশবাসীর সুরক্ষা যাঁদের উপর ন্যস্ত তাঁদের মধ্যে অন্যতম ভারতের সেনাবাহিনী। প্রাণের বিনিময়ে ভারতীয় ভূখণ্ড রক্ষা থেকে শুরু করে সন্ত্রাসদমন, রক্তক্ষয়ী যুদ্ধে শত্রুদের হারানো থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের সময় দেশবাসীর প্রাণ বাঁচানোর অসংখ্য নজির রয়েছে এই বাহিনীর।  প্রতিবছর ১৫ জানুয়ারি পালিত হয় ভারতীয় সেনা দিবস (Indian Army Day)। 


১৯৪৯ সালের এই দিনটিতেই ফিল্ড মার্শাল কেএম কারিয়াপ্পা ভারতীয় সেনার প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ হন। ব্রিটিশ কমান্ডার ইন চিফ জেনারেল ফ্রান্সিস বুচারের কাছ থেকে দায়িত্ব তুলে নেন তিনি। এই দিনটিকে পালন করতেই শুরু হয় আর্মি ডে বা সেনা দিবস।   


এই বছর লখনউতে (lucknow) আর্মি ডে প্যারাড (Army Day parade) হবে। উপস্থিত থাকবেন ভারতীয় সেনার প্রধান জেনারেল মনোজ পান্ডে। অংশ নেবেন সেনাবাহিনীর বিভিন্ন স্তরের বহু সেনা ও কর্মী। প্রতিবছর এই দিনটিতে দিল্লি প্যারেড (Delhi Parade ground) গ্রাউন্ডে এই অনুষ্ঠান হলেও এর আগে রাজধানী থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বেঙ্গালুরুতে। এবার সেই প্যারেড হবে লখনউতে।  


প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সেই রাজ্যের রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। এই বছরের সেনা দিবসের থিম 'In Service of the Nation'


এদিনের প্যারেডে অংশ নেবে ৫০তম প্যারাশুট ব্রিগেড (50th Parachute Brigade), শিখ লাইট ইনফ্যান্ট্রি (Sikh Light Infantry), জাঠ রেজিমেন্ট (Jat Regiment), গাড়োয়াল রাইফেলস (Garhwal Rifles), বেঙ্গল ইঞ্জিনিয়ার গ্রুপ (Bengal Engineer Group) এবং আর্মি এয়ার ডিফেন্স (Army Air Defence contingent)। এছাড়া পাঁচটি ব্রাস ব্যান্ড এবং পাঁচটি পাইপ ব্যান্ড অংশ নেবে এই প্যারেডে। এছাড়া মোটরবাইক শো, স্কাইডাইভিং শো এবং কপ্টারের ফ্লাই পাস্ট হবে এদিনের প্যারাডে। 


প্রধানমন্ত্রীর বার্তা:
৭৬তম ভারতীয় সেনাবাহিনী দিবস উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। X হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, 'সেনার অসম সাহসিকতা, প্রতিজ্ঞাবদ্ধতা এবং আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। আমাদের দেশকে রক্ষা করা এবং দেশের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য় তারা টানা কাজ করে চলেন। সেনা শক্তি এবং সহনশীলতার স্তম্ভ।' 


আরও পড়ুন: ন্যায় যাত্রার দ্বিতীয় দিন! ঘন কুয়াশার মধ্যে পথে রাহুল