মণিপুর: রাহুল গাঁধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্য়ায় যাত্রার (Bharat Jodo Nyay Yatra) আজ দ্বিতীয় দিন। পশ্চিম ইম্ফলের সেকমাই গ্রাম থেকে সকাল সকাল যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ। মণিপুরে দুটি জনসভা সেরে আজই রাহুল গাঁধীর ন্যায় যাত্রা ঢুকে পড়বে নাগাল্যান্ডে। ভারত যাত্রার এই দ্বিতীয় অধ্যায়ে ৬৭ দিন ধরে ১৪টি রাজ্যে যাবেন রাহুল। পেরোবেন ৬ হাজার ৭১৪ কিলোমিটার পথ। মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তীসগঢ়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত ঘুরে মহারাষ্ট্রে গিয়ে থামবে রাহুল গাঁধীর ন্যায় যাত্রা। দু’দফায়, পাঁচদিন ধরে, বাংলার ৭টি জেলার ৫২৩ কিলোমিটার রাস্তা দিয়ে ভারত জোড়ো ন্য়ায় যাত্রা যাবে। 


আজ রাহুল গাঁধীর ভারত জোড়ো ন্য়ায় যাত্রার দ্বিতীয় দিন। সেকমাই, সেনাপতি, কারঙ হয়ে নাইট হল্ট নাগাল্যান্ডের খুজামা গ্রাউন্ডে। ইতিমধ্যেই মণিপুরের সেকমাই থেকে দ্বিতীয় দিনের যাত্রা শুরু করেছেন রাহুল। মাঝেমধ্যেই গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের মধ্যে চলে যেতে দেখা যাচ্ছে রাহুলকে। গতকাল হিংসা বিধ্বস্ত মণিপুরের থৌবল জেলা থেকে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্য়ায় - 'ভারত জোড়ো ন্য়ায় যাত্রা' শুরু করেন রাহুল গাঁধী। মণিপুরের মাটিতে দাঁড়িয়ে রবিবার প্রধানমন্ত্রীকে নিশানা করেন কংগ্রেস সাংসদ। 


 


৬৭ দিন ধরে ১৪টি রাজ্যে প্রায় ৭ হাজার কিমি ঘুরবে এই যাত্রা। রবিবার হিংসা বিধ্বস্ত মণিপুরের থৌবল জেলা থেকে যাত্রা শুরু করেন রাহুল গাঁধী। মণিপুরে গত মে মাস থেকে যেখানে বিরামহীন হিংসা চলছে। সরকারি হিসাবেই ২০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। মণিপুর নিয়ে দীর্ঘদিন ধরে উত্তপ্ত ছিল দেশের রাজনীতি। দিন সাতেক পর যেখানে, রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশে উন্মাদনা ছড়িয়ে দিতে চাইছে বিজেপি, সেখানে রবিবার থেকে মণিপুরের রাস্তায় পদযাত্রা শুরু করলেন রাহুল। প্রথম দিনে সভা থেকে মণিপুরের ইস্যু নিয়েই বিজেপিকে নিশানা করেছেন রাহুল গাঁধী। তিনি বলেন, '২৯ জুনের পর সেই মণিপুর আর নেই। কোনায় কোনায় হিংসা। ভাই-বোন, মা বাবা চোখের সামনে মারা গেল। আজ পর্যন্ত প্রধানমন্ত্রী আপনার চোখ মোছাতে এল না। হতে পারে বিজেপির কাছে মণিপুর ভারতের বাইরে।'


ভারত জোড়ো যাত্রায় ১২টি রাজ্য় এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চল পায়ে হেঁটে পেরিয়েছিলেন রাহুল গাঁধী। ভারত জোড়ো ন্য়ায় যাত্রা যাবে ১৪টি রাজ্য়ের ওপর দিয়ে। ভারত জোড়ো যাত্রায় ১৩৬ দিনে রাহুল গান্ধী হেঁটেছিলেন ৪ হাজার কিলোমিটারের বেশি পথ। ভারত জোড়ো যাত্রার এই দ্বিতীয় পর্যায়ে, ৬৭ দিনে তিনি পেরোবেন ৬ হাজার ৭১৪ কিলোমিটার পথ। অর্থাৎ দুই দফায় প্রায় ১১ হাজার কিলোমিটার পথ ঘুরবেন রাহুল গাঁধী।


প্রথম দফার ভারত জোড়ো যাত্রার পরপরই গত বছরের মে মাসে কর্ণাটকে গেরুয়া শিবিরকে টেক্কা দিয়ে জয় ছিনিয়ে নেয় কংগ্রেস। আবার গত বছরের শেষে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে হিন্দি বলয়ের তিন বড় রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান ও  ছত্তীসগঢ়ে বিজেপির সামনে মুখ থুবড়ে পড়ে। এবার রাহুল গাঁধীর ন্যায়যাত্রার পরই ২৪-এর লোকসভা ভোটের লড়াই। যদিও তাদের লক্ষ্য যে ভোট নয় তা আগেভাগেই স্পষ্ট করে দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, 'এটি একটি রাজনৈতিক দলের আদর্শযাত্রা, নির্বাচনী যাত্রা নয়। সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করাই রাহুল গাঁধীর দ্বিতীয় ভারত জোড়ো যাত্রার লক্ষ্য।'


বাংলাতেও আসবে ন্যায় যাত্রা:
২ দফায়, ৫ দিন ধরে বাংলার ৭টি জেলার ৫২৩ কিলোমিটার রাস্তা দিয়ে যাবে রাহুলের ভারত জোড়ো ন্য়ায় যাত্রা। প্রথমে কোচবিহার-শিলিগুড়ি হয়ে বিহারে প্রবেশ করবে। তারপর, বিহার থেকে অধীরের খাসতালুক মুর্শিদাবাদ হয়ে ঝাড়খণ্ডে যাবে ভারত জোড়ো ন্য়ায় যাত্রা। 


আরও পড়ুন: মকর সংক্রান্তিতে 'গো-সেবা'য় মন মোদির, রইল নানা মুহূর্ত