নয়াদিল্লি: বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা? সূত্রের খবর, ৩ শতাংশ বাড়তে পারে ডিএ (DA)। ৩১ থেকে ৩৪ শতাংশে যেতে পারে কেন্দ্রের মহার্ঘ্যভাতা। আজই রয়েছে মিটিং।


হোলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) জন্য সুখবরের সম্ভাবনা। ১৮ মাসের বকেয়া দিতে পারে কেন্দ্র। সূত্রের খবর, একবারে টাকাটা দিতে পারে নরেন্দ্র মোদি সরকার। সঙ্গে বাড়তে পারে মহার্ঘ্যভাতাও (Dearness Allowance)। তা হলে হোলির (holi) আগে দেশজুড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া ছড়াবে। আজকের মিটিংয়ের পর স্থির হতে পারে আদতে কতটা ডিএ পাবেন কর্মচারীরা।


সম্প্রতি পাঁচটি রাজ্যে নির্বাচন (election) হয়েছে। তারমধ্যে চারটি রাজ্যেই বিপুল ভোটে জিতেছে বিজেপি। ঠিক তারপরেই চাকরিজীবীদের উদ্বেগ বাড়িয়ে কমেছে ইপিএফের সুদ। কিন্তু, সরকারি কর্মীদের জন্য খুশির খবর আনতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। শুধু ভাতা বৃদ্ধিই নয়, তার সঙ্গে আগের ১৮ মাসের বকেয়া অর্থও একসঙ্গে পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। দীর্ঘদিন ধরেই ডিএ নিয়ে দাবি করে আসছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তা নিয়ে আলোচনাও চলেছে। এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩১ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) পান। সেটাই তিন শতাংশ বেড়ে ৩৪ শতাংশ হতে পারে বলে সূত্রের খবর। মূল বেতনের উপর ভিত্তি করে মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) পেয়ে থাকেন কর্মচারীরা। ফলে ডিএ বাড়লে সরাসরি উপকৃত হবে প্রায় আধা কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Central Government Employees) । একইসঙ্গে সুবিধা হবে বিপুল পরিমাণ পেনশনভোগীদেরও। তাঁদের সংখ্যা অন্তত ৬৫ লক্ষ। ডিএ বৃদ্ধির সঙ্গে যোগ রয়েছে প্রভিডেন্ট ফান্ড (provident fund) ও গ্র্যাচুইটিরও। ফলে ভবিষ্যতের জন্য উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। ফলে এদিনের মিটিংয়ের দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।


আরও পড়ুন: গ্যালাক্সি সিরিজের নতুন চমক, ফিচারের সঙ্গে থাকছে ব্য়াটারি ব্য়াকআপ