নয়াদিল্লি: স্মার্টফোনের বাজারে নতুন চমক আনতে চলেছে স্যামসাঙ। স্যামসাঙের গ্যালাক্সি সিরিজে কম দামের ফোন হতে চলেছে এটি। সূত্রের খবর, ১৭ মার্চ লঞ্চ হতে চলেছে এই ফোনটি। নতুন এই মডেলের নাম Galaxy A33.এই প্রাইস সেগমেন্টে চোখ ধাঁধানো ব্যাটারি ব্য়াকআপ এবং দারুণ সব ফিচার থাকতে চলেছে নয়া এই মডেলে।


Samsung Galaxy A33: সূত্রের খবর,  Galaxy A33-তে থাকছে স্যামসাঙেরই exynos 1280 প্রসেসর। তাতে থাকছে octa-core CPU. ক্যামেরাতেও নজর দিয়েছে স্যামসাঙ। ওই মডেলে থাকছে ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা। এর সঙ্গী হচ্ছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর (ultrawide censor)। মডেলে থাকছে ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স (macro lens)। পোট্রেট তোলার জন্যও রয়েছে ২ মেগাপিক্সেলের পোট্রের লেন্স। Galaxy A33 মডেলে থাকছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও।


ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে Galaxy A33-তে। ডিসপ্লের নীচে থাকছে এই সেন্সর। ধুলো ও জল থেকে বাঁচানোর জন্য থাকছে বিশেষ সুরক্ষা। Galaxy A33-তে থাকছে ৬জিবি ram এবং ১২৮জিবি মেমোরি। স্ক্রিনের আয়তন হবে ৬.৪ ইঞ্চি। ৫০০০ mAh এর ব্যাটারি রয়েছে এই মডেলে।


স্যামসাঙের Galaxy A সিরিজে একাধিক নতুন ফোন লঞ্চ করতে চলেছে ফোন প্রস্তুতকারক সংস্থা। A73, A53, A33, A23--এমনই নানা মডেল আসবে। সবকটিতেই নানা ফিচার থাকবে বলেই সূত্রের খবর।


এর মধ্যে Galaxy A53-তে ৬.৫ ইঞ্চি আয়তনের স্ক্রিনের সঙ্গে থাকবে Galaxy A33-এর মতোই exynos 1280 প্রসেসর। থাকছে চারটি ক্যামেরা। সঙ্গে ৩২ মেগাপিক্সেলের সেলফ সেন্সরও।


A সিরিজের মধ্য়ে সবচেয়ে আধুনিক Galaxy A73. কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকছে এই মডেলে। ৬.৭ ইঞ্চির স্ক্রিন থাকছ। সঙ্গে রয়েছে সুপার অ্য়ামোলেড ডিসপ্লে। মোবাইলের সঙ্গেই ল্য়াপটপের বাজারেও পা রাখতে চলেছে স্যামসাঙ। একসঙ্গে ৬টি ল্যাপটপ আনতে চলেছে ওই সংস্থা। সবার প্রয়োজনের উপর ভিত্তি করে, বিভিন্ন দামের রেঞ্জের ল্যাপটপ ভারতের বাজারে আনছে সংস্থা।