7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। আপনি যদি বকেয়া ডিএ-র (DA Arrears) জন্যও অপেক্ষা করে থাকেন, তাহলে মার্চেই আশা পূর্ণ হতে পারে আপনার। প্রায় 38600 টাকার বকেয়া পেতে পারেন কর্মীরা। পাশাপাশি আপনি বর্ধিত মহার্ঘ ভাতাও পেতে পারেন একসঙ্গে(DA hike jan 2022)। কেন্দ্রীয় কর্মীদের ডিএ ৩ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।
মহার্ঘ ভাতা হবে ৩৪%
সবকিছু প্রত্যাশিতভাবে হলে কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর পর ডিএ ৩৪ শতাংশ হয়ে যাবে। এটি 1 জানুয়ারি, 2022 থেকে বাস্তবায়িত হবে। অর্থাৎ কর্মচারীরা মার্চ মাসের বেতনের বকেয়া সহ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের ভাতা পেতে পারেন।
বকেয়া-সহ দেওয়া হবে বেতন!
বিভিন্ন মিডিয়ার রিপোর্ট বলছে, এবার কেন্দ্রীয় সরকার হোলিতে ২ মাসের মহার্ঘ ভাতা সহ বেতন দিতে পারে। যা মার্চেই আসতে পারে অ্যাকাউন্টে।
১৯৩৪৬ টাকা মহার্ঘ ভাতা
কোনও কর্মচারীর মূল বেতন যদি 18000 থেকে 56900 টাকার মধ্যে হয়, তাকে 34 শতাংশ হারে মহার্ঘ ভাতা দিতে হলে ওই ব্যাক্তি 56900 টাকার হিসেবে প্রতি মাসে 19346 টাকা ডিএ পাবেন।
১৭০৭ টাকা বাড়বে ডিএ
বর্তমানে পাওয়া ডিএ ধরলে কর্মীরা প্রতি মাসে 17639 টাকা মহার্ঘ ভাতা পাচ্ছেন। সেই অনুসারে, কর্মীদের ডিএ প্রতি মাসে প্রায় 1707 টাকা বাড়বে। আমরা যদি বার্ষিক ভিত্তিতে হিসেব দেখি, এর মূল্য দাঁড়াবে প্রায় 20484 টাকা।
২ মাসের বকেয়া হবে ৩৮৬৯২ টাকা
সরকার মার্চ মাসের বেতনে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মহার্ঘ ভাতা দিলে কর্মচারী বকেয়া হিসাবে প্রায় 38692 টাকা পাবেন।এর পাশাপাশি, যদি আমরা ন্যূনতম বেতনের উপর মহার্ঘ ভাতা হিসাব করি, তবে বর্তমানে এই কর্মচারীরা প্রায় 5580 টাকা ডিএ পাচ্ছেন। সরকার এতে ৩ শতাংশ বাড়লে প্রায় ৬১২০ টাকা বকেয়া পাওয়া যাবে অর্থাৎ মোট ৫৪০ টাকা বৃদ্ধি দেখা যাবে। সেই অনুসারে অ্যারিয়ার বা বকেয়া হিসাবে এই কর্মচারীদের অ্যাকাউন্টে 1080 টাকা আসবে।