Mobile Internet subscribers: মাত্র একমাসেই বদলে গেল চিত্রটা। দেশের মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা কমল ১.২৮ কোটি। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জিও ছাড়াও ভোডাফোন আইডিয়া।তবে এরই মধ্যে গ্রাহক সংখ্যা বাড়িয়েছে ভারতী এয়ারটেল (Bharti Airtel),BSNL।  


TRAI Report: টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, ডিসেম্বরে আগের মাসের তুলনায় 1.28 কোটি মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে দেশে। এখানে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল গ্রাহক বাড়ালেও ভোডাফোন আইডিয়া ও রিলায়েন্স জিও ইউজার হারিয়েছে। TRAI রিপোর্ট অনুসারে, রিলায়েন্স জিও-র ওয়্যারলেস ব্যবহারকারী হারিয়েছে প্রায় 1.29 কোটি। ডিসেম্বরে জিওর মোবাইল গ্রাহক সংখ্যা 41.57 কোটিতে নেমে এসেছে। ভোডাফোন আইডিয়াও 16.14 লক্ষ মোবাইল গ্রাহক হারিয়েছে। ডিসেম্বরে এই কোম্পানির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে 26.55 কোটি।


Mobile Internet subscribers: TRAI-এর টেলিকম সাবস্ক্রিপটন রিপোর্ট বলছে, ডিসেম্বর 2021-এ ভারতী এয়ারটেল ও BSNL প্রচুর নতুন গ্রাহক বাড়ালেও  হওয়ার পরেও রিলায়েন্স প্রায় 1.29 কোটি ওয়্যারলেস ইউজার হারিয়েছে রিলায়েন্স জিও। যদিও এখনও মেবাইল গ্রাহকদের সংখ্যায় সবার ওপরে রয়েছে জিওর মার্কেট শেয়ার। সর্বোচ্চ 36 শতাংশ মার্কেট শেয়ার রয়েছে কোম্পানির। তারপরে রয়েছে এয়ারটেল 30.81 শতাংশ  যা 450,000 এর বেশি গ্রাহক অর্জন করতে সমর্ছেথ হয়েছে। প্রায় 1.6 মিলিয়ন ব্যবহারকারী হারানোর পরে Vi-এর মার্কেট শেয়ার এখন 23 শতাংশ। তথ্য বলছে, ডিসেম্বরে ভারতী এয়ারটেলের সক্রিয় ওয়্যারলেস গ্রাহকদের ( ভিএলআর গ্রাহকদের) সংখ্যা সবথেকে  বেশি ছিল। সেখানে BSNL ও MTNL-এর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি যথাক্রমে সর্বনিম্ন গ্রাহক শতাংশ নথিভুক্ত করতে পেরেছে৷


TelecomTalk-এর রিপোর্ট অনুসারে, রিলায়েন্স জিও তার মোট সাবস্ক্রিপশন থেকে নিষ্ক্রিয় গ্রাহকদের সরাতে কাজ শুরু করতে পারে। মনে করা হচ্ছে, নভেম্বরে প্রিপেইডে ট্যারিফ বৃদ্ধির ফলেই এই ফল ভুগতে হয়েছে রিলায়েন্স জিওকে। যার ফলে জিও থেকে বিএসএনএল-এ যেতে বাধ্য হয়েছেন বহু গ্রাহককে।