নয়াদিল্লি : একদিকে যখন বকেয়া DA'র দাবিতে শহিদ মিনার চত্বরে অবস্থানে অনড় রয়েছে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের একাংশ। সুপ্রিম কোর্টেও বেড়েছে তাঁদের অপেক্ষা। তখন উল্টোদিকে, ফের একবার চড়তে চলেছে ফারাক। কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central government employees) পেতে চলেছেন আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা। শুক্রবার সন্ধেয় কেন্দ্রীয় ক্যাবিনেটের পক্ষ থেকে যে বিষয়ে ছাড়পত্র মিলেছে। জানা যাচ্ছে, আরও ৪ শতাংশ বৃদ্ধির জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতে চলেছেন ৪২ শতাংশ ডিএ। যা কার্যকর হতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে হিসেব করে। প্রসঙ্গত, নতুন মহার্ঘ ভাতা বৃদ্ধির জেরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নূন্যতম বেতন ১৮ হাজার থেকে একলাফে বেড়ে হতে চলেছে ২৬ হাজার টাকা।
প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের একাংশ বকেয়া ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে পথে নেমে আন্দোলন করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য বাজেটে ইতিমধ্যে আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা কর্মী ও পেনশেনভোগীদের দেওয়ার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। মার্চ মাস থেকে যা কার্যকর হবে বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Chief Minister Mamata Banerjee)। বিধানসভায় বক্তব্য রাখার মাঝে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাঁকে পছন্দ না হলে মুণ্ডু কেটে নিতে পারেন, তবে রাজ্যের আর্থিক যা হাল, তাতে সরকারের এর থেকে বেশি ডিএ দেওয়া সম্ভব নয় রাজ্য সরকারি কর্মীচারীদের।
উল্লেখ্য, রাজ্য সরকারের নতুন ডিএ ঘোষণার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ফারাক নেমেছিল ৩২ শতাংশে। কিন্তু কেন্দ্র ফের ৪ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করার জেরে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ফারাক ফের বেড়ে দাঁড়াতে চলেছে ৩৬ শতাংশে।
এদিকে, কলকাতা হাইকোর্টের পর আপাত সুপ্রিম কোর্টে বিচারাধীন রাজ্য সরকারি কর্মীদের (West Bengal State Government Employees) ডিএ মামলা। ১১ এপ্রিল সুপ্রিম কোর্টে DA মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগেই ১০ ও ১১ এপ্রিল যন্তরমন্তরে অবস্থানে বসবেন সরকারি কর্মীদের একাংশ। সেই সঙ্গে ধর্মতলায় শহিদ মিনার চত্বরেও আন্দোলন চলবে বলেই জানিয়েছেন তিনি। বকেয়া DA-র দাবি জানিয়ে ২৬ ও ২৭ মার্চ রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রীকে ইমেল করবেন তাঁরা। ২৯ ও ৩০ মার্চ গণহারে ট্যুইটের পাশাপাশি ৩০ মার্চ হাওড়া ও শিয়ালদা থেকে জোড়া মিছিল করবেন আন্দোলনরত সরকারি কর্মীরা।
আরও পড়ুন- চাঁদের নিচে উজ্জ্বল এক আলো, কী তা ? তুঙ্গে জল্পনা