চিকমাগালুর: টানা ৫ মাস ধরে দলিত কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হলো ৮ জনকে। ঘটনা কর্নাটকের চিকমাগালুরর। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর বয়স ১৫ বছর। ঘটনায় জড়িত আছে ওই কিশোরীর কাকিমা সহ ১৭ জন।

পুলিশ জনিয়েছে, পাথর খাদানে কাজ করছিল ওই কিশোরী। সেই সময় তাঁকে ধর্ষণ করে পেশায় বাস চালক গিরিশ। এরপর অভি নামে এক যুবক ওই কিশোরীকে ধর্ষণ করে। অভি ওই কিশোরীর ছবি তোলে। ভিডিও তৈরি করে কিশোরীকে হুমকি দিতে থাকে। শুধু তাই নয়, ওই কিশোরীকে ধর্ষণ করে অভির বন্ধুরাও।

গত ৩০ জানুয়ারি শ্রীঙ্গেরি থানায় জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারম্যান ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। অতিরিক্ত পুলিশ সুপার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১৫ বছর বয়সি এক কিশোরিকে ধর্ষণ এবং যৌন নির্যাতন করা হয়। প্রায় ৫ ধরে ১৭ জন তাঁকে ধর্ষণ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের তালিকায় আছে কিশোরীর কাকিমা, পাথর খাদানের ম্যানেজার ছাড়াও আরও ১৫ জন। পকসো আইন সহ ভারতীয় দন্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস। তাদের অভিযোগ ঘটনায় অভিযুক্তদের মধ্যে বেশিরভাগই বিজেপির নেতা কর্মী। রাজ্যের কংগ্রেসের মুখপাত্র লাবণ্য বল্লাল বলেন, বিজেপির সাধারণ সম্পাদক সিটি রবি মুখে কুলুপ এঁটে আছেন। কারণ তিনি জানেন এই ঘটনায় জড়িত আছে বিজেপি। শুধু কর্নাটকই নয়, সারা ভারতে শিশু বা মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের মধ্যে বিজেপি নেতা কর্মীদের সংখ্যাই বেশি।