নয়াদিল্লি: আপত্তি শুধু টি-২০তে অধিনায়কত্ব নিয়ে, টেস্ট ও ওডিআই ক্রিকেটে বিরাট কোহলিই ভারতীয় অধিনায়কের পদে যোগ্যতম, এমনটাই মনে করেন গৌতম গম্ভীর।
বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে ভারতের টি-২০ অধিনায়ক করা উচিত বলে দাবি তুলেছিলেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। যার মধ্যে সবার আগে ছিলেন গম্ভীর। অনেকেই ক্যাপ্টেন কোহলিকে নিয়ে তাঁর চাঁচাছোলা মন্তব্যে মনে করেছিলেন বিরাটকে অধিনায়কের পদ থেকেই সরিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করছেন ভারতের প্রাক্তন এই ক্রিকেটার।
কিন্তু ভুল ভাঙানোর চেষ্টা করে গম্ভীর বলেছেন, ‘আমার সবসময় বক্তব্যটা শুধুমাত্র ওঁর টি-২০তে অধিনায়কত্ব ঘিরে। একদিনের আন্তর্জাতিক বা টেস্ট ক্রিকেটে ওর অধিনায়কত্ব নিয়ে প্রশ্নেরই কোনও অবকাশ নেই। কোহলির নেতৃত্বেই লাল বলের ক্রিকেটে টানা ভালো পারফর্ম করেছে ভারত, আর প্রত্যাশা রাখি সেই পথে ভারতীয় দল আরও এগিয়ে যেতে পারবে। বলতে কোনও দ্বিধা নেই যে দলের আসল নেতা বিরাটই।’
কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভারতের টেস্ট সিরিজ। হোম সিরিজে রুটবাহিনীর বিরুদ্ধে বিরাটদেরই যে অ্যাডভান্টেজ, তেমনটাই মনে করেন দেশের বর্তমান সাংসদ। গম্ভীরের মতে, ‘ওদের স্পিন আক্রমণ যা তাতে চারটের মধ্যে কোনও টেস্টেই ইংল্যান্ড জিততে পারবে বলে মনে হয় না।’
টেস্ট সিরিজের ফলাফল প্রসঙ্গে গম্ভীরের সংযোজন, ‘৩-০ বা ৩-১ ফলে ভারত সিরিজ জিতবে। গোলাপী বলের টেস্টে ফলাফল নিয়ে শুধু নিশ্চিত নই, কারণ দিন-রাতের টেস্টে ইংল্যান্ড পরিবেশের সাহায্য কিছুটা পাবে।’
কিছুদিন আগে শ্রীলঙ্কাতে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করে ফিরেছে ইংল্যান্ড। ব্যাটে চমৎকার ছন্দে রয়েছেন তাদের অধিনায়ক জো রুটও। তাও ইংল্যান্ডের কোনও টেস্টে জয়ের প্রত্যাশা না দেখার কারণ হিসেবে ভারতের হয়ে ৫৮ টেস্টে খেলা গম্ভীর বলেছেন, ‘এখানে কিন্তু একেবারে ভিন্ন রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে জো রুট ও তাঁর দলকে। বিশ্বের যে কোনও উইকেটে জসপ্রীত বুমরাহের বিরুদ্ধে খেলাটা বড় চ্যালেঞ্জ। আর অস্ট্রেলিয়ার সিরিজ জিতে আসার পর রবিচন্দ্রন অশ্বিনদের আত্মবিশ্বাসও থাকবে আকাশছোঁয়া। তাই ইংল্যান্ডের সামনে বেশ কঠিন চ্যালেঞ্জ।’
টেস্ট-ওডিআইতে বিরাটের ভারত অধিনায়কের পদে যোগ্যতম, বললেন গম্ভীর!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Feb 2021 12:37 AM (IST)
টেস্ট সিরিজের ফলাফল প্রসঙ্গে গম্ভীরের সংযোজন, ‘৩-০ বা ৩-১ ফলে ভারত সিরিজ জিতবে। গোলাপী বলের টেস্টে ফলাফল নিয়ে শুধু নিশ্চিত নই, কারণ দিন-রাতের টেস্টে ইংল্যান্ড পরিবেশের সাহায্য কিছুটা পাবে।’
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -