নয়াদিল্লি: এবার উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার ১০ জন বাংলাদেশি। কিষাণগঞ্জ থেকে ১০ দিন আগে নয়ডা এসেছিল বাংলাদেশিরা, জেরায় স্বীকার ধৃতদের । বাংলাদেশিদের গ্রেফতার করতে অপারেশন 'পেহেচান'। ধৃতদের কাছ থেকে উদ্ধার আইইডি, জানালেন উত্তরপ্রদেশ পুলিশের ডিসিপি।

বাংলাদেশ নিয়ে এবার উদ্বিগ্ন প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ। হিন্দু নিপীড়ন থেকে পুলিশ খুন, নারী নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনের মতো অসংখ্য ঘটনা ঘটছে। রিপোর্টে উল্লেখ করল রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর। শান্তি ও রাজনৈতিক স্বচ্ছতা ফেরানোর সুপারিশও করেছে তারা। সংঘর্ষ, ভাঙচুর, হিন্দুদের উপর অত্যাচার, খুনোখুনি। হাসিনা সরকারের পতনের পর, এগুলোই এখন বাংলাদেশের চেনা ছবি। যা থামা তো দূর, উল্টে পরিস্থিতি আরও খারাপের দিকেই এগোচ্ছে বলে মনে করছেন অনেকেই। কারও কারও আশঙ্কা বাংলাদেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে না তো? আর এই প্রেক্ষাপটেই বাংলাদেশ নিয়ে চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ। 

 তাদের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতরের রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে বৈষম্য বিরোধী বিক্ষোভ এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশের হিন্দু, আদিবাসী সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। সরকারের পতনের পর হিন্দুদের বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক হামলা চালানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রদের হিংসাত্মক আন্দোলন হোক কিংবা হিন্দুদের উপর অত্যাচার। প্রত্যেকবারই নানা পদক্ষেপের আশ্বাস দিয়েছে ইউনূস সরকার। কিন্তু, সে সবই যে আদতে লোক দেখানো, তা স্পষ্ট হয়ে গেছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টেও।

সেখানে বলা হয়েছে, বিভিন্ন ধর্মীয় ও আদিবাসী গোষ্ঠীর উপর হামলার সঙ্গে জড়িত ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু প্রতিশোধমূলক হিংসা ও বিভিন্ন গোষ্ঠীর উপর হামলার অপরাধীরা এখনও মুক্ত রয়েছে।ইউনূসের আমলে ছাত্র আন্দোলনের সময়ে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড ও হিংসার ঘটনাকে 'উদ্বেগজনক' বলে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে। এমনকী নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলিও পরিকল্পিতভাবে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিল বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টে।

আরও পড়ুন, মুড়িগঙ্গার চরে ধাক্কা বাংলাদেশি বার্জের, মর্মান্তিক দুর্ঘটনা ঘোড়ামাড়া দ্বীপে ! বাংলাদেশের ১২ জন নাবিককে উদ্ধার এপার বাংলার পুলিশের

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে ফেরার সময়, মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে গ্রেফতার হন দুই অনুপ্রবেশকারী। ধৃতরা ঢাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, মাসকয়েক আগে অসম সীমান্ত দিয়ে ভারতে ঢোকে দুই অনুপ্রবেশকারী।  সাগরপাড়া থানার চর কাকমারি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় পুলিশ তাদের পাকড়াও করে। কী উদ্দেশ্যে এরা ভারতে এসেছিল, খতিয়ে দেখা হচ্ছে।  কেউ চেষ্টা করছিলেন সীমান্ত পেরিয়ে দেশে ফেরার। কেউবা লুকিয়ে ছিলেন এ রাজ্যে। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়া জেলাতেও অভিযান চালিয়েও আরও ৯ জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কিছু জাল নথি।