নয়াদিল্লি: দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে তবলিগি জামাত সদস্য় ও তাদের প্রাথমিক কন্টাক্ট অর্থাত তাদের সংস্পর্শে এসেছে, সব মিলিয়ে প্রায় ৯ হাজার লোককে কোয়ারেন্টিন করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব। আজ সাংবাদিক সম্মেলনে তাঁর দেওয়া তথ্য অনুসারে দিল্লিতে প্রায় ২ হাজার এধরনের জামাত সদস্যের মধ্যে ১৮০৪ জনকে বিভিন্ন কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে, সংক্রমণের লক্ষণ আছে, এমন ৩৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোভিড ১৯ অতিমারীর চেহারা নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ায় তবলিগি জামাতের লোকজনকে চিহ্নিত করে খুঁজে বের করতে বিভিন্ন রাজ্য় সরকারের সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ‘বিরাট প্রয়াসে’র ফল এটা, ব্য়াখ্যা করেন তিনি।
পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বসেছে, এমন প্রায় ৪০০টি করোনাভাইরাস সংক্রমণের নিশ্চিত ঘটনা প্রকাশ্য়ে এসেছে, যার উত্স তবলিগি জামাতের অনুষ্ঠান। দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ২৭৫জন বিদেশি নাগরিককেও শনাক্ত করে কোয়ারেন্টিন করেছে। এরা নিজামুদ্দিন এলাকায় তবলিগি জামাতের সভায় যোগদানের পর বিভিন্ন মসজিদে থাকছিল।
এদিকে গত মাসে নয়াদিল্লির নিজামুদ্দিনের জামাত সমাবেশ থেকে ফিরে নেপাল সীমান্তের এক মাদ্রাসায় গা ঢাকা দিয়ে থাকা ৯ ধর্মগুরুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর।
ভারতীয় দণ্ডবিধির ১৮৮ (সরকারি কর্মীর জারি করা বৈধ নির্দেশ অমান্য করা), ২৬৯ (প্রাণহানি হতে পারে, এমন অসুখের জীবাণু ছড়ানোর মতো অবহেলা, উদাসীনতা দেখানো), ২৭০ (রোগ সংক্রমণ ছড়ানোর মতো কাজ) ধারায় অভিযুক্ত করা হয়েছে এই ৯ জনকে।
নিজামুদ্দিনের অনুষ্ঠানে যোগদানকারী, তাদের সংস্পর্শে আসা সহ ৯০০০ লোককে কোয়ারান্টাইন করা হয়েছে, জানাল কেন্দ্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Apr 2020 07:19 AM (IST)
এদিকে গত মাসে নয়াদিল্লির নিজামুদ্দিনের জামাত সমাবেশ থেকে ফিরে নেপাল সীমান্তের এক মাদ্রাসায় গা ঢাকা দিয়ে থাকা ৯ ধর্মগুরুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে খবর।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -