নয়াদিল্লি: স্ত্রী সোশ্যাল সিকিওরিটি পেনসনের ভাগের টাকা তাঁর দাবি মতো দেননি। তাই রাগের চোটে স্ত্রীকে পিটিয়ে মেরে ফেললেন এক ব্যক্তি। বয়স ৯২ বছর। আর স্ত্রীর বয়স ৯০। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়। অমরুথালুরু ব্লকের ইয়ালাভারু গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধ দম্পতি। নিহত মহিলার নাম ইফরাইয়াম্মা। তাঁর স্বামী মান্ডে সামিইয়েলুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে তাঁকে বিচারবিভাগীয় হেপাজতে নেওয়া হয়েছে।
তিসুনদুরু থানার পুলিশ ইনস্পেক্টর বি রমেশ বাবু জানাচ্ছেন, মান্ডে সামিইয়েলু ও ইফরাইয়াম্মা গত দশ বছর ধরে একই গ্রামে থাকেন। তাঁদের মধ্যে অনেকদিন ধরেই ঝগড়া। গ্রামের লোক সে কথা জানেনও। কিন্তু এই দুজনের আইনিভাবে বিবাহবিচ্ছেদ হয়নি। তাঁদের ছয় সন্তান। তবে তিন কন্যা ও তিন পুত্র সকলেই পরিবার নিয়ে আলাদা থাকেন। এরই মধ্যে রাজ্য সরকার ঘোষণা করেছে যে ওল্ড-এজ পেনশন একই পরিবারের মাত্র একজনই পাবেন। টাকার পরিমাণ ২ হাজার ২৫০ টাকা। এই টাকা পেতেন ইফরাইয়াম্মা। তার থেকেই তিনি খানিকটা ভাগ দিতেন স্বামী মান্ডে সামিইয়েলুকে। কিন্ত এই মাসে আরও কিছু খরচ বাবদ মান্ডে অতিরিক্ত ২০০ টাকা চাইছিলেন। তা থেকেই বেঁধে যায় বিবাদ। হাঁটার জন্য হাতে রাখা লাঠি দিয়েই স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলেন মান্ডে। কান্ড দেখে প্রতিবেশীরা দম্পতির ছেলে-মেয়েদের খবর দেন। হাসপাতালেও খবর দেওয়া হয়। কিন্তু বৃদ্ধা তো মারাই গিয়েছেন। আসে পুলিশ।মৃতদেহ ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয় তেনালি সরকারি হাসপাতালে।
সামাজিক সুরক্ষা পেনশনের ভাগের টাকা না দেওয়ায় স্ত্রীকে লাঠিপেটা করে খুন বৃদ্ধের!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Nov 2020 06:19 PM (IST)
হাঁটার জন্য হাতে রাখা লাঠি দিয়েই স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলেন মান্ডে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -