ইসলামাবাদ: পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে গত বছরের পুলওয়ামা হামলাকে ইমরান খান সরকারের সাফল্য বলে চিহ্নিত করেছিলেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফওয়াদ চৌধুরী। প্রকাশ্যে সত্যিটা স্বীকার করে ইমরানের মুখ পোড়ানোয় ফওয়াদকে তলব করলেন পাক প্রধানমন্ত্রী।
গত সপ্তাহেই কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানাকে ইমরান খান সরকারের বড়সড় সাফল্য বলে দাবি করে পাক মন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেন, ’’আমরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছি। পুলওয়ামা হামলার সাফল্য আসলে ইমরান খানের নেতৃত্বে সরকারের সাফল্য।‘‘ ফওয়াদের এই মন্তব্যের পরে অস্বস্তিতে পড়ে পাক সরকার। শুধু ফওয়াদই নন, ইমরান সরকারকে চাপে ফেলে দিয়েছেন বিরোধী পিএমএল নেতা আয়াজ সাদিকও। তিনি জানিয়েছিলেন, ভারত পাকিস্তানে হামলা করবে, এই ভয়ের মুখেই আটক ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছিল ইমরান সরকার। পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার ভারতের হুঁশিয়ারিতে পা কাঁপছিল বলেও মন্তব্য করেছিলেন সাদিক। এই বক্তব্যের জবাবেই পুলওয়ামার জঙ্গি হামলাকে ইমরান সরকারের সাফল্য বলে জাহির করেন ফাওয়াদ। গত বছরের ১৪ ফেব্রুয়ারি গাড়ি-বোমা হামলায় পুলওয়ামার ৪০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। এরপর পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে সম্ভাব্য জঙ্গি ঘাঁটিতে বিমান হানা চালায় ভারত। পাল্টা জবাবে পরদিন ভারতের মাটিতে সেনা ঘাঁটিকে নিশানা করে পাকিস্তান।
ফওয়াদের মন্তব্যের জেরে হইচই পড়ে যায় নানা মহলে। পাক মন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে নয়াদিল্লি জানায়ে, পুলওয়ামা হামলায় মদতের কথা সরাসরি স্বীকার করে নিয়েছে পাকিস্তান। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী আর্থিক নজরদারি সংস্থা ফিনান্সিয়াল আর্থিক টাস্ক ফোর্সের কাছে পাকিস্তানকে কালো তালিকা ভুক্ত করার দাবি জানানো হবে।
পরিস্থিতি বেগতিক বুঝে নিজের মন্তব্যের নয়া ব্যাখ্যা দেন পাক মন্ত্রী। ফওয়াদ বলেন, পুলওয়ামার পর বালাকোটের হামলার জবাবে ভারতে ঢুকে সামরিক ঘাঁটিতে হামলার কথাই তিনি বলতে চেয়েছিলেন।ড্যামেজ কন্ট্রোলে নামলেও ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। এবার নিজের মন্ত্রীকে তলব করে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভাবমূ্র্তি রক্ষায় চেষ্টায় নেমেছেন ইমরান।
‘বড় সাফল্য’! পুলওয়ামা হামলায় যোগ স্বীকার করায় অস্বস্তিতে ফেলায় মন্ত্রীকে তলব ইমরানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Nov 2020 03:43 PM (IST)
গত সপ্তাহেই কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানাকে ইমরান খান সরকারের বড়সড় সাফল্য বলে দাবি করে পাক মন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেন, ’’আমরা ভারতীয় ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছি। পুলওয়ামা হামলার সাফল্য আসলে ইমরান খানের নেতৃত্বে সরকারের সাফল্য।‘‘
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -