নয়াদিল্লি: ভারতে নোভেল করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর জন্য মার্চে দিল্লির নিজামুদ্দিনে তবলিগি জামাতের ধর্মীয় সমাবেশের দিকে আঙুল উঠেছিল আগেই। অভিযোগ, ওই সমাবেশে দেশ-বিদেশ থেকে আসা লোকজনের মাধ্যমে করোনা সংক্রমণ ছড়িয়েছে। এ দেশের নানা রাজ্য থেকে যাওয়া প্রতিনিধিরা সভা শেষে নিজ নিজ স্থানে ফিরে গিয়েছে সংক্রমণ নিয়ে। তখনই অভিযোগ ওঠে, পর্যটক ভিসা নিয়ে ভারতে এসে ধর্মীয় সভায় যোগ দিয়েছে বিদেশ থেকে আসা লোকজন। তারা ভিসার শর্ত লঙ্ঘন করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এধরনের বিদেশিদের কালো তালিকাভুক্তও করা হয়।
বৃহস্পতিবার সরকারি সূত্রে জানানো হয়েছে, তবলিগি জামাতের কার্যকলাপে জড়িত থাকায় ইতিমধ্যে ব্ল্যাকলিস্টে নাম ওঠা ৯৬০ জন বিদেশি নাগরিকের সামনে ভারতের দরজা বন্ধ হচ্ছে। তারা ১০ বছর ভারতে ঢুকতে পারবে না। তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল।