নয়াদিল্লি: কেরলে নৃশংস ভাবে হাতি হত্যার ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে, আশ্বাস দিয়েছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সেই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন এই ঘটনায় প্রকৃত অপরাধীকে খুঁজে বার করা হবে ও শাস্তি দেওয়া হবে।
জাভড়েকর ট্যুইটে লেখেন, ‘কেন্দ্র কেরলের হাতি হত্যার ঘটনাটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। অপরাধীদের ধরার ক্ষেত্রে সবরকম প্রচেষ্টা করা হবে। ....একটি প্রাণীকে বাজি খাইয়ে হত্যা করা ভারতীয় সংষ্কৃতি নয়।’
কেরলের বনমন্ত্রক অপরাধীকে খুঁজে বার করার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর।
‘আমরা এই ঘটনার আসল অপরাধীকে খুঁজে বার করার ব্যাপারে বদ্ধ পরিকর। এই অপরাধ মেনে নেওয়া যায় না।গত মাসের ২৩ তারিখ নাগাদ আমরা ঘটনাটির ব্যপারে জানতে পারি। হাতিটিকে ন্যাশনাল পার্কের বাইরে জলাধারে দেখতে পাওয়া যায়। দুটি আলাদা আলাদা দল ঘটনাটির তদন্ত চালাচ্ছে।’, জানান সায়লেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যামুয়েল পাচুয়াউ।
আসল অপরাধীকে খুঁজে বার করা হবেই, কেরলে হাতি হত্যার ঘটনায় আশ্বাস জাভড়েকরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jun 2020 02:43 PM (IST)
জাভড়েকর ট্যুইটে লেখেন, ‘কেন্দ্র কেরলের হাতি হত্যার ঘটনাটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। অপরাধীদের ধরার ক্ষেত্রে সবরকম প্রচেষ্টা করা হবে।’
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -