একদিনে জোড়া দরজা বিভ্রাট, খালি করা হল মেট্রো!
Web Desk, ABP Ananda | 31 Aug 2019 05:35 PM (IST)
নেতাজি ভবনের পর যতীন দাস পার্ক স্টেশনে বিভ্রাট!
কলকাতা: একদিনে জোড়া দরজা বিভ্রাট, খালি করা হল মেট্রো! নেতাজি ভবনের পর যতীন দাস পার্ক স্টেশনে বিভ্রাট! দমদম থেকে নিউ গড়িয়াগামী মেট্রোয় যান্ত্রিক ত্রুটি। যতীন দাস পার্ক স্টেশনে বন্ধই হল না মেট্রোর দুটি দরজা। বিকেল ৪.৩৩-যতীন দাস পার্ক স্টেশনে দরজা বিভ্রাট। বিকেল ৪.৪২-অন্য মেট্রো দিয়ে গন্তব্যে পাঠানো হল যাত্রীদের।