কলকাতা: মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ সারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে এরপরেই মমতাকে 'উৎখাতের ডাক' শুভেন্দুর। ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) গণতান্ত্রিকভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব’, ঠাকুরবাড়িতে গিয়ে চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শুভেন্দুর এই মন্তব্য়ের পর প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, 'সৌজন্যতাকে দুর্বলতা ভাবার প্রশ্ন নেই।'
ফিরহাদ হাকিম বলেন, 'সৌজন্যতাকে দুর্বলতা ভাবার প্রশ্ন নেই। সৌজন্য মানবিকতার কর্তব্য। মানুষের কর্তব্য সৌজন্য দেখানো। আপনি আমার কাছে এলে, উঠে দাঁড়িয়ে নমষ্কার করব। তারমানে আপনাকে ভয় পেলাম, তার জন্য় নয়। এটা সংষ্কৃতি। রবীন্দ্রনাথ শিখিয়েছেন। তাই আপনার সামনে দাঁড়িয়ে আমি নমষ্কার করি। সেই রকম বিরোধী দলনেতাকে, নিজের ঘরে ডেকে চা খাইয়ে, যে লড়াইটা তুমি করছো,.. করো, কী সমস্যা আছে বলো ? কিন্তু ব্যাক্তি কুৎসা করো না।' প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ সারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন আরও ৩ বিজেপি বিধায়ক। সূত্রের খবর, শুভেন্দুর সঙ্গে কুশল বিনিময় হয় মুখ্যমন্ত্রীর।
শুভেন্দু বলেন, 'বিধানসভার চেয়ারে বসে আছি, মার্শাল এসে বললেন, আপনি বিরোধী দলনেতা। আপনাকে লিডার অফ দ্য হাউস দেখা করতে চান। কথা বলতে চান। আমি বললাম, এ তো ডাল মে কুছ কালা হ্যায়। আমাকে চা খাওয়ার নাম করে একা নিয়ে যাচ্ছেন। তারপর আমার বিজেপি কর্মী, যাঁরা আমাকে বা আমাদের দেখে আশায় বুক বাঁধছেন, ভাববেন সেটিং হয়ে গেছে। আমি বললাম, শর্ত আছে। আমি বললাম, একাধিক বিজেপি বিধায়ককে নিয়ে সৌজন্য দেখাতে পারি। তিনি শর্তে রাজি হলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা দুই মিনিটের। নমস্কার-প্রতি নমস্কার। আমরা এক কাপ চা-ও গ্রহণ করিনি। সেটা অবশ্য অন্য বিষয়। কিন্তু, আমরা বিজেপি করি। সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি। সংসদীয় রাজনীতির সৌজন্য জানি। আমাদের নরেন্দ্র মোদি সেটা শিখিয়েছেন।'
আরও পড়ুন, 'সবার আগে শুভেন্দুকে গ্রেফতার করা উচিত', বললেন কুণাল ঘোষ
শুক্রবার বিধানসভায় দাঁড়িয়েই শুভেন্দু বলেন, ‘ভোটের সময় আমরা আমাদের রাজনীতি করব। কিন্তু বাকি সময় সংবিধান অনুযায়ী চলব। বিধানসভা থেকে এটাই শপথ নেওয়া উচিত’। ফের একবার তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে বিরোধী দলনেতা বলেন, ‘প্রশাসনিক সভায় বিরোধীদের ডাকা হয় না। যথা সময় পুরসভা নির্বাচন হয় না, প্রশাসক বসিয়ে চলছে। ' শুভেন্দুর বক্তব্যে আসে কলেজ রাজনীতি প্রসঙ্গও। মূলত, ঠাকুরবাড়িতে গিয়ে চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) গণতান্ত্রিকভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব’। তিনি চ্যালেঞ্জ জানিয়ে আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কাছে আত্মসমর্পণ করেছেন। আমরা কিন্তু ছাড়ব না।'