কলকাতা: হেস্টিংসে বিজেপির পার্টি অফিসের সামনে থেকে বিপুল সংখ্যক বোমা উদ্ধার। শনিবার এই এলাকার ফুটপাথের ওপর রাখা ফলের বস্তার মধ্যে থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০টি তাজা বোমা। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এ দিন খবর পেয়ে বম্ব স্কোয়াড ও হেস্টিংস থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়।


উল্লেখ্য, কার্ল মার্কসের সরণির ফুটপাথ থেকেই মিলেছে বোমা ভর্তি চারটি বস্তা। এর ঠিক ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে বিজেপির নির্বাচনী কার্যালয়। অন্যদিকে রয়েছে হেস্টিংস থানা। তবে এমন একটি জনবহুল এলাকায় প্রকাশ্যে এত বোমা উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়ে এলাকায়। স্থানীয়রাও বুঝতে পারছেন না কে কখন এই কাজ করে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, সন্ধে ৭টা নাগাদ ফুটপাথে বোমাগুলি চোখে পড়ে স্থানীয়দের। এরপরেই পুলিশে খবর দেওয়া হয়।


পুলিশ এবং বম্ব স্কোয়াডের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি উদ্ধার করেছে। শুরুতে পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলা হলে তাঁরা কোনও মন্তব্য করতে চাননি। তবে কে বা কারা এই কাজ করেছে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে হেস্টিংস থানার পুলিস। এই ঘটনায় রাজনৈতিক কোনও উদ্দেশ্য রয়েছে কিনা সেটাও দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে আশেরাশে রাস্তার সমস্ত সিসিটিভির ফুটেজ। সব মিলিয়ে চাঞ্চল্য ছড়িয়ে।