নয়াদিল্লি: আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নিয়ে সপ্তমবার প্রধানমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসের ভাষণ দিতে চলেছেন তিনি। দেখে নিন, এর আগের ৬ বার তিনি কী বলেছিলেন লাল কেল্লার অনুষ্ঠানে।

করোনার কারণে এবার আর অন্যান্যবারের মত হবে না স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। যাঁরা এত বছর এদিন লাল কেল্লায় এসেছেন, তাঁদের বেশিরভাগকেই এবারের অনুষ্ঠান দেখতে হবে টিভির পর্দায় চোখ রেখে।

২০১৪-র ভাষণের সংক্ষিপ্ত-

১. প্রধানমন্ত্রী জন ধন যোজনার ঘোষণা।

২. মেক ইন ইন্ডিয়ার ঘোষণা

৩. স্বচ্ছ ভারত প্রকল্প চালু

২০১৫-র ভাষণের সংক্ষিপ্ত-

১. স্টার্ট-আপ ইন্ডিয়া প্রকল্পের ঘোষণা

২. আগামী ১,০০০ দিনে দেশের বিদ্যুৎহীন মোট সাড়ে আঠেরোহাজার গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি

৩ বি ও সি ক্যাটাগরির সরকারি চাকরিতে আর হবে না ইন্টারভিউ

৪. সেনাকর্মীদের জন্য এক পদ এক পেনশন নীতিগতভাবে মেনে নেওয়া

২০১৬-র ভাষণের সংক্ষিপ্ত-

১. ২ কোটির বেশি শৌচাগার তৈরি হয়েছে

২. জন ধন যোজনায় যুক্ত হয়েছেন ২১ কোটি মানুষ

৩. বিদ্যুৎ পৌঁছে গিয়েছে ১০,০০০ বিদ্যুৎহীন গ্রামে

২০১৭-র ভাষণের সংক্ষিপ্ত-

১. ১৪,০০০-এর বেশি গ্রামে বিদ্যুৎ এসে গিয়েছে

২. ২ কোটির বেশি মহিলা পেয়েছেন রান্নার গ্যাস

২০১৮-র ভাষণের সংক্ষিপ্ত-

১. ২০২২-এর স্পেস মিশনে মহাকাশে পাঠানো হবে এক ভারতীয়কে

২. দরিদ্রদের বিনা মূল্যে গুরুতর রোগের চিকিৎসায় প্রধানমন্ত্রী জন আরোগ্য অভিযানের ঘোষণা

২০১৯-র ভাষণের সংক্ষিপ্ত-

১. ৩৭০ ও ৩৫এ ধারার উচ্ছেদ সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্নের ভারত নির্মাণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এর ফলে এক জাতি, এক সংবিধানের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে

২. আগামী ৫ বছরে ভারত হয়ে উঠবে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি

৩ চিফ অফ ডিফেন্স স্টাফ পদের ঘোষণা