কিনেছিলেন ১৬০টি লটারি, প্রত্যেকটিই জিতে ৬ কোটি টাকার মালিক হলেন আমেরিকার এই বাসিন্দা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Dec 2020 12:10 PM (IST)
ক্রস জানিয়েছেন, এত টাকা জিতেছেন বলে বিশ্বাস করতে পারছিলেন না তিনি।
NEXT
PREV
ভার্জিনিয়া: ভগবান যখন দেন, তখন ছাদ টাদ ফুঁড়ে দেন। আমেরিকার ভার্জিনিয়ার এক বাসিন্দার সঙ্গে এমনটাই ঘটেছে। কোয়াম ক্রস নামের ওই ব্যক্তি ভাগ্য পরীক্ষার জন্য ভার্জিনিয়া লটারির ১৬০টি টিকিট কেটেছিলেন। প্রত্যেকটার জ্যাকপট জিতেছেন।
সব মিলিয়ে ক্রস জিতেছেন ৮০০,০০০ ডলার অর্থাৎ প্রায় ৫.৯ কোটি টাকা। অর্লিংটনের এক দোকান থেকে টিকিটগুলি কাটেন তিনি। মিল একটাই, প্রতিটি টিকিটের শেষ ৪ সংখ্যা ৭৩১৪-এর কম্বিনেশন ছিল। কোয়াম ক্রস জানিয়েছেন, এক টিভি শো থেকে তিনি ওই ডিজিটাল কম্বিনেশন কপি করেন, তারপর স্রেফ কপাল খুলে যায়।
ক্রস জানিয়েছেন, এত টাকা জিতেছেন বলে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। নিশ্চিত হওয়ার জন্য অন্তত ৮২বার প্রতিটি টিকিটের নাম্বার খুঁটিয়ে দেখেন। এত টাকা কীসে খরচ করবেন তা এখনও জানেন না বলে তিনি জানিয়েছেন।
ভার্জিনিয়া: ভগবান যখন দেন, তখন ছাদ টাদ ফুঁড়ে দেন। আমেরিকার ভার্জিনিয়ার এক বাসিন্দার সঙ্গে এমনটাই ঘটেছে। কোয়াম ক্রস নামের ওই ব্যক্তি ভাগ্য পরীক্ষার জন্য ভার্জিনিয়া লটারির ১৬০টি টিকিট কেটেছিলেন। প্রত্যেকটার জ্যাকপট জিতেছেন।
সব মিলিয়ে ক্রস জিতেছেন ৮০০,০০০ ডলার অর্থাৎ প্রায় ৫.৯ কোটি টাকা। অর্লিংটনের এক দোকান থেকে টিকিটগুলি কাটেন তিনি। মিল একটাই, প্রতিটি টিকিটের শেষ ৪ সংখ্যা ৭৩১৪-এর কম্বিনেশন ছিল। কোয়াম ক্রস জানিয়েছেন, এক টিভি শো থেকে তিনি ওই ডিজিটাল কম্বিনেশন কপি করেন, তারপর স্রেফ কপাল খুলে যায়।
ক্রস জানিয়েছেন, এত টাকা জিতেছেন বলে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। নিশ্চিত হওয়ার জন্য অন্তত ৮২বার প্রতিটি টিকিটের নাম্বার খুঁটিয়ে দেখেন। এত টাকা কীসে খরচ করবেন তা এখনও জানেন না বলে তিনি জানিয়েছেন।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -