নয়াদিল্লি: গত সপ্তাহান্তেই অযোধ্যা-মামলার রায় দিয়েছে তাঁর নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ। কয়েক দশক ধরে চলা বহু বিতর্কিত অযোধ্যা-মামলার নিষ্পত্তি হয় তাঁর হাত ধরেই। শুক্রবার, অবসরগ্রহণের আগে শেষবার দেশের প্রধান বিচারপতির চেয়ারে বসেন রঞ্জন গগৈ। বিদায়ী লগ্নে প্রধান বিচারপতি জানালেন, তাঁর একটা অংশ সুপ্রিম কোর্টের সঙ্গে জড়িয়ে থাকবে।
আগামী ১৭ নভেম্বর অবসর নিচ্ছেন গগৈ। এদিন শীর্ষ আদালতে প্রধান বিচারপতিকে বিদায়ী সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন তাঁর উত্তরসূরী বিচারপতি এস এ বোবদে সহ সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা। যদিও, এদিন কোনও বক্তৃতা রাখেননি গগৈ। তাঁর লেখা বার্তা পড়ে পাঠ করা হয়। সেখানে গগৈ লিখেছেন, যদিও আমি আর এই অসাধারণ ও শ্রদ্ধেয় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারিভাবে জড়িত থাকব না, কিন্তু আমার একটা অংশ সর্বদা জড়িত থাকবে এবং শুভকামনা করবে।
তিনি জানান, আইনজীবী ও বিচারক হিসেবে আইনের সর্বোচ্চ প্রতিষ্ঠানকে কাছ থেকে দেখতে পেরে তিনি সম্মানিত। গগৈ বলেন, এই প্রতিষ্ঠানে অবদান রাখার এক সুযোগ পেয়েছি। সর্বদা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিচার করার চেষ্টা করেছি।
গত বছরের ৩ অক্টোবর দেশের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন গগৈ। এদিন রাজঘাটে গিয়ে মহাত্মা গাঁধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আসেন গগৈ। এর আগে, শেষবারের মতো, নিজের চেয়ারে বসেন গগৈ। উত্তরসূরীকে পাশে বসিয়ে তাঁর সামনে থাকা ১০টি মামলায় নোটিস জারি করেন।
‘আমার একটা অংশ সবসময় সুপ্রিম কোর্টের সঙ্গে জড়িয়ে থাকবে’, বিদায়ী বার্তায় প্রধান বিচারপতি গগৈ
Web Desk, ABP Ananda
Updated at:
15 Nov 2019 07:53 PM (IST)
গত বছরের ৩ অক্টোবর দেশের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন গগৈ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -