মুম্বই: প্ল্যাটফর্মে জনাকয়েক মানুষ। রয়েছেন উর্দিধারী পুলিশও (Police)। স্টেশনেই টহল দিচ্ছেন তিনি। অন্যদিকে বেশ খানিকক্ষণ ধরে এদিক সেদিক দেখছেন হলুদ টি-শার্ট ও জিন্স পরিহিত এক কিশোর (teenager)। আপাত দৃষ্টিতে সাধারণ একটি দৃশ্য হঠাৎই বদলে গেল চোখের নিমেষে। ২৩ মার্চের মহারাষ্ট্রের ভিত্তলওয়ারি রেলওয়ে স্টেশনের (Vitthalwadi railway station) সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল (Viral)।


কী ঘটেছিল সেদিন?


সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করলে আপাত দৃষ্টিতে সবই সাধারণ মনে হবে। কিন্তু সেখানেই হঠাৎ অঘটনের পূর্বাভাস। অল্পের জন্য রক্ষা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক হলুদ পোশাক পরা কিশোরকে। প্ল্যাটফর্মে সকলের মতো তিনিও ট্রেনের অপেক্ষায় রয়েছেন বেশ বোঝা যাচ্ছে। স্টেশনের অন্য প্রান্ত থেকে এগিয়ে আসা পুলিশ ওই কিশোরকে পেরিয়ে যেতেই আচমকা অদ্ভুত কাণ্ড করে বসল সে। ৩৩ সেকেন্ডের ভিডিওর প্রায় ১৫ সেকেন্ডের মাথায় হঠাৎ দেখা গেল রেললাইনে ঝাঁপিয়ে দাঁড়িয়ে পড়ল কিশোর। উল্টোদিক থেকে দ্রুত গতিতে আসা ট্রেন তখন প্রায় ঢুকে পড়েছে স্টেশনে।


 






লাইনের ঝাঁপিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়েন ওই কিশোর। আর সঙ্গে সঙ্গে তাঁকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন প্ল্যাটফর্মে কর্মরত ওই পুলিশকর্মী। তিনিও সেকেন্ডের মধ্যে প্রায় সঙ্গে সঙ্গে ছুটে নেমে যান রেললাইনে। সেখানে চোখের নিমেষে ওই কিশোরকে নিয়ে এক ঝটকায় লাফিয়ে লাইনের অন্য পারে চলে যান পুলিশকর্মী। তারপরেই বেরিয়ে যায় ট্রেন। গোটা ঘটনা ঘটে যায় মাত্র ১৪-১৫ সেকেন্ডের মধ্যে। প্রাণে বেঁচে যায় ওই কিশোর।


আরও পড়ুন: SmartPhone Addiction: বেশি স্মার্টফোনের ব্যবহার ডাকছে বিপদ ! মনোযোগ হারাচ্ছে ৩৭ শতাংশ শিশু


জানা গেছে, ওই কিশোরের বয়স বেশি নয়। থানে জেলার ভিত্তলওয়ারি রেলওয়ে স্টেশনের ঘটনা প্রকাশ্যে আসতেই ভাইরাল। ওই কিশোর কী কারণে হঠাৎ রেললাইনে ঝাঁপ দেয় এখনও জানা যায়নি। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে সেদিন তাকে বাঁচিয়ে দিল কর্তব্যরত পুলিশকর্মী। জানা গেছে ওই পুলিশকর্মীর নাম হৃষিকেশ মানে। মাত্র কয়েক সেকেন্ডের ঘটনা। নিজের প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও নিজের কর্তব্যে অচল ছিলেন ওই অফিসার। কয়েক মুহূর্তের এদিক ওদিক হলেও ট্রেনের নীচে চাপা পড়তে পারত দু-দুটি তাজা প্রাণ। পুলিশকর্মীর এই কাজকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।