নয়াদিল্লি: মায়ামির (Miami) সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ে একদল ছেলেকে। আপন খেয়ালে মিউজিক চালিয়ে হিপহপ নাচে মেতেছিলেন তাঁরা। আর তাঁদের দেখেই সেই দলে পা মেলালেন সমিন্দর সিংহ ধিনসা (Saminder Singh Dhindsa)। দলে যোগ দিয়ে নজরকাড়া নাচের স্টেপ দেখালেন তিনি। আর সেই ভিডিও ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Viral on Social Media)।
ভাইরাল নাচের ভিডিও
একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একদল কলেজ পড়ুয়া নাচছিলেন রাস্তায়। তাঁদের সঙ্গে যোগ দেন এক সর্দারজি। নাম সমিন্দর সিংহ ধিনসা। তাঁর নাচ দেখে ও এনার্জি দেখে উচ্ছ্বসিত কলেজ পড়ুয়ারাও।
সমিন্দর সিংহ ধিনসা ভার্জিনিয়ার জর্জ মেসন ইউনিভার্সিটির পড়ুয়া। ফ্লোরিডার মায়ামিতে একদল স্ট্রিট ডান্সারদের সঙ্গে যোগ দেন তিনি। ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করে সমিন্দর লেখেন, 'যখন মায়ামিতে... ব্লেসড ফোকস (Blessed Folks) একটি ভিডিও তৈরি করছিল এবং আমি হঠাৎ যোগদান করায় উৎসাহ দেয়।'
ছয় দিন আগে শেয়ার করা ভিডিওটি তখন থেকে প্রায় মিলিয়নেরও বেশি ভিউ এবং শত শত মন্তব্য পেয়েছে। তাঁর এনার্জি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরাও।
কে এই সমিন্দর সিংহ ধিনসা?
ইনস্টাগ্রামে লেখা বায়ো অনুযায়ী, সমিন্দর সিংহ ধিনসা তাঁর ভার্জিনিয়ার জর্জ মেসন ইউনিভার্সিটির ভাঙড়া টিমের সদস্য। তিনি ভার্জিনিয়া স্কুল অফ ভাঙড়ারও সদস্য।