কলকাতা: দুর্ঘটনার মুখে সঙ্গীতশিল্পী এ আর রহমানের (A R Rahman) পুত্র এ আর আমিন (A R Amin)। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ঘটনার কথা জানালেন শিল্পী। ইনস্টাগ্রামে তিনি শেয়ার করে নিয়েছেন দুর্ঘটনার ছবি। সেই দুর্ঘটনা এমনই, যে ঘটনার ৩ দিন পরেও আতঙ্কে রয়েছেন শিল্পী।                                                                                                                                                         


সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার কথা, লিখে, বিস্তারিত জানিয়েছেন আমিন। একটি অনুষ্ঠানের মহড়া দিচ্ছিলেন আমিন। তিনি লিখছেন, 'আমার বাবা-মা, ভালবাসার মানুষেরা আছেন বলে আমি এখনও সুস্থ রয়েছি। ঈশ্বর রয়েছেন, তাই আমি সুরক্ষিত রয়েছি। এই ঘটনা ৩ রাত আগের। আমি একটি অনুষ্ঠানের মহড়া দিচ্ছিলাম, অন্যদিকে মঞ্চ তৈরির কাজ চলছিল। আমি আমার টিমের ওপরেই কেবল ভরসা রেখেছিলাম এবং ক্যামেরার সামনে পারফরমেন্সেই মন দিয়েছিলাম। হঠাৎ ক্রেনে ঝুলে থাকা একটি গোটা ট্রাস আর ঝাড়বাতি ভেঙে পড়ে মঞ্চের ওপর। মোট ৩টি ঝাড়বাতি টাঙানো ছিল। সব সমেত ভেঙে পড়ে ওই ক্রেনটি। আমি একেবারে মঞ্চের মধ্যে ছিলাম। কয়েক ইঞ্চির জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।' আমিনের এই পোস্টে তাঁর সুস্থতা কামনা ও প্রার্থনা করেছেন শুভানুধ্যায়ীরা।                                                                                                                                                                       


আরও পড়ুন: Trina Saha: বলিউডের ধাঁচে ধারাবাহিকে কনের সাজে তৃণা, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা


গোটা ঘটনার আগের ও পরের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন আমিন। রহমানের তিন ছেলে মেয়ে খাতিজা, রহিমা ও আমিন। ছেলে আমিনও বাবার মতোই পেশায় সঙ্গীতশিল্পী। ২০১৫ সালে তামিল ছবি ‘ও কাদাল কানমনি’ ছবির হাত ধরে প্লেব্যাকের জগতে আত্মপ্রকাশ করেছেন তিনি।